আম আদমি পার্টির অভিযোগ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরজিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে দিল্লি পুলিশ। সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে কেজরিওয়ালকে। এমনই গুরুতর অভিযোগ আনল আম আদমি পার্টি।
আপ সূত্রে অভিযোগ, গৃহবন্দি করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কাউকেই তাঁর বাড়িতে ঢুকতে ও বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। কৃষক নেতাদের সঙ্গে দেখা করে আসার পরেই গৃহবন্দী হয়েছেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীর সমস্ত মিটিংও বাতিল হয়েছে বলে খবর।
AAP-এর তরফে অভিযোগ করা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দিল্লির পৌর কর্পোরেশনের তিন মেয়র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসার মূল ফটকের বাইরে ধর্নায় বসেছিলেন। আর সেই কারণে দিল্লি পুলিশ কেজরিওয়ালের বাড়ির বাইরে ব্যারিকেড তৈরি করে।
AAP-এর বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, "আমাদের বিধায়কদেরও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করব এবং তাকে বাড়ি থেকে বের করে আনব যাতে তিনি কৃষকদের পাশে দাঁড়াতে পারেন।"
ট্যুইতে AAP জানিয়েছে, "গতকাল সিংঘু সীমান্তে কৃষকদের সঙ্গে করার পর থেকেই বিজেপির দিল্লি পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করেছে। কাউকে তার বাসভবন থেকে বেরোনোর বা প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।"
गृहमंत्रालय के आदेशों पर दिल्ली के मुख्यमंत्री @ArvindKejriwal को हाउस अरेस्ट किया गया है।
— AAP (@AamAadmiParty) December 8, 2020
किसान आंदोलन का समर्थन करने की वजह से भाजपा ने दिल्ली के मुख्यमंत्री को हाउस अरेस्ट किया। #आज_भारत_बंद_है #BJPHouseArrestsKejriwal pic.twitter.com/VONXCD0R9G
তবে দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। ডিসিপি বলেছে যে অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। পুলিশ আধিকারিক বলেছেন, “আমাদের ফোর্স সেখানে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল গতকাল রাত আটটায় এবং আবার রাত দশটার পরে চলে গেলেন। ”