scorecardresearch
 

Dibrugarh Express Derail: উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রিয়জনকে নিয়ে দুঃশ্চিন্তা? হেল্পলাইন নম্বরগুলি রইল

বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশের গোন্ডায় একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস
হাইলাইটস
  • অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে
  • ঘটনাটি ঘটেছে গোরখপুর রেল সেকশনের মতিগঞ্জ সীমান্তে

বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশের গোন্ডায় একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গোরখপুর রেল সেকশনের মতিগঞ্জ সীমান্তে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে।

রেলের আধিকারিকরা ছাড়াও পুলিশ প্রশাসনের দলও ঘটনাস্থলে পৌঁছেছে। মেডিক্যাল টিমকেও ডাকা হয়েছে এবং কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এক যাত্রী জানান, দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চণ্ডীগড় থেকে যাত্রা শুরু করেছিল এবং এই দুর্ঘটনাটি গোন্ডা থেকে প্রায় ২০ কিলোমিটার আগে ঘটেছে। দুটি বগি পুরোপুরি লাইনচ্যুত হয়েছে। ট্র্যাকগুলিও উপড়ে গিয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরেই উত্তর পূর্ব রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরগুলি হল-

  • কমার্শিয়াল কন্ট্রোল-9957555984
  • ফুরকেটিং (FKG): 9957555966
  • মারিয়ানি (এমএক্সএন): 6001882410
  • সিমালগুড়ি (SLGR): 8789543798
  • তিনসুকিয়া (NTSK): 9957555959
  • ডিব্রুগড় (DBRG): 9957555960
  • গুয়াহাটি: 03612731621, 03612731622, 03612731623

গত জুন মাসে পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেলাইন হল ট্রেন। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। বার বার ট্রেন বেলাইনের ঘটনা ঘিরে যাত্রী সুরক্ষা নিয়ে রেলের ভূমিকায় প্রশ্ন উঠেছে।

Advertisement