উত্তরপ্রদেশের দুর্গাপুজোর শোভাযাত্রায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে নিহত হয়েছেন রামগোপাল মিশ্র নামে এক ব্যক্তি। সেই খুনের বদলা চাইলেন নিহতের স্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের আগে aajtak-কে মৃতের স্ত্রী বলেন, 'দোষীর এনকাউন্টার চাই। ওটাই উপযুক্ত শাস্তি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকু দাবি জানাচ্ছি। তাঁর কাছে আর চাওয়ার কিছু নেই।'
রামগোপাল মিশ্রর স্ত্রী-কে জিজ্ঞাসা করা হয়, 'আপনি কি মনে করেন যে যোগী আদিত্যনাথ তাঁকে ন্যায়বিচার দেবেন?' উত্তরে সেই মহিলা বলেন, ' সিএম যোগীর কাছেই যাওয়ার পরই জানতে পারব তিনি কী পদক্ষেপ করছেন। তবে আমরা রক্তের বিনিময়ে রক্ত চাই।'
পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন একথাও জানান। বলেন, 'আমরা সন্তুষ্ট হব না যতক্ষণ না ওই দোষীদের শাস্তি দেওয়া হয়। ওর শাস্তি হলে আমার স্বামী শান্তি পাবে। আমাদের দাবি এটুকুই।'
মৃত রামগোপালের পরিবারের এক সদস্য বলেন, 'আমাদের বিচার পাওয়া উচিত। কীভাবে ওকে মারা হয়েছে তা দেখেছি। ওই সময় আমার সঙ্গে আর কেউ ছিল না। পুলিশও ছিল না। পুলিশের সম্পূর্ণ গাফিলতি ছিল। পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে এমন ঘটনা ঘটত না। শুধুমাত্র গ্রেফতারিতে আমরা সন্তুষ্ট নই। ওকে এনকাউন্টার করতে হবে।'
প্রসঙ্গত, রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ঘিরে হিংসা ছড়ায় উত্তরপ্রদেশের বাহরাইচে। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হিংসা থামাতে সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। দুর্গাপুজোর শোভাযাত্রার গুলিও ছোড়া হয়। তাতে নিহত হন রাম গোপাল মিশ্র নামে এক ব্যক্তি। দোকানপাট, শোরুম, বাড়িঘর ও হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতির মোকাবিলায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লখনউতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে হয়।