'লেডিস স্পেশাল' ট্রেন শুধুমাত্র মহিলাদের জন্যই। কিন্তু প্রায়শই এই কোচে পুরুষ যাত্রীদেরও দেখা যায়। আর এমন যাত্রীদের নিয়েই এবার কড়া রেল। পূর্ব রেলের আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) সহ মহিলা কর্মীরাও এই ট্রেনগুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছেন। লক্ষ্য রাখা হচ্ছে, যাতে কোনও পুরুষ যাত্রী এই কোচগুলিতে প্রবেশ না করেন। পুরুষ যাত্রীদের এই সংরক্ষিত কোচে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য জরিমানা ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তিও হতে পারে।
হাজারেরও বেশি পুরুষ যাত্রী ধরা পড়েছেন মহিলা কোচ থেকে!
২০২৪ সালের অক্টোবর মাসে পূর্ব রেলের আরপিএফ ১২০০ টিরও বেশি কেসে ১৪০০-র বেশি পুরুষ যাত্রীকে মহিলা কোচে ভ্রমণের জন্য গ্রেফতার করেছে। এর মধ্যে হাওড়া বিভাগে ২৬২ জন, শিয়ালদহ বিভাগে ৫৭৪ জন, মালদা বিভাগে ১৭৬ জন এবং আসানসোল বিভাগে ৩৯২ জন পুরুষ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব রেল সকল পুরুষ যাত্রীদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে, কোনও পুরুষ যাত্রী যেন মহিলাদের জন্য সংরক্ষিত কোচে ভ্রমণ না করেন। রেল আইনের ১৬২ নম্বর ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। এর জন্য জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
রেলের আধিকারিকরা বলছেন, যাত্রীদের উচিত নিজেদের দায়িত্বেই মহিলাদের সম্মান রক্ষা করা এবং যথাযথ কোচে ভ্রমণ করা। পুরুষ যাত্রীদের জন্য বিকল্প কোচ এবং ট্রেন রয়েছে, যেখানে তাঁরা নিরাপদে যাতায়াত করতে পারেন।
এর পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, যেকোনও সাহায্যের প্রয়োজন হলে মহিলা যাত্রীরা ১৩৯ নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন।