শীঘ্রই ভারতে টেসলা আসতে পারে। সূত্রের খবর, আগামী বছর জানুয়ারিতেই ভারতে তাদের প্রথম প্ল্যান্ট স্থাপন করতে পারে টেসলা। গুজরাটে কারখানা গড়তে পারে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক। গান্ধীনগরে ভাইব্রান্ট গুজরাট সামিট ২০২৪-এর সময়েই এর ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, এই বাণিজ্য সম্মেলনে টেসলার মালিক ইলন মাস্কও হাজির থাকতে পারেন।
ইতিমধ্যেই কারখানা স্থাপনের জন্য জমি চেয়ে গুজরাট সরকারের সঙ্গে আলোচনা করছে টেসলা। গুজরাটের সানন্দে টেসলার উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভাবনা রয়েছে। এই সানন্দেই টাটা মোটর্সের মতো বড় গাড়ি উৎপাদনকারীর প্ল্যান্ট রয়েছে।
তবে ভারতে ব্যবসা করা টেসলার পক্ষে মোটেও সহজ হবে না। কেন? কারণ ইতিমধ্যেই এদেশে টাটা মোটর্স পুরোদমে ইভি গাড়ি বিক্রি করতে শুরু করেছে। এছাড়াও হুন্ডাইয়ের মতো সংস্থাও ইলেকট্রিক গাড়ি আনছে। বিশেষজ্ঞদের মতে, এমন বাজারে টেসলার বাজার ধরা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কারণ টেসলার গাড়ির দাম কিছুটা হলেও প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ছে। এই দামে আরও বড় বিলাসবহুল ব্র্যান্ডের প্রতিই আকর্ষিত হন ভারতীয়রা। এমতাবস্থায় ভারতে বাজার ধরতে টেসলার স্ট্র্যাটেজি কী হয়, সেটাই দেখার।
টেসলা নিয়ে গুজরাট সরকার কী বলছে?
গুজরাট সরকারের মুখপাত্র হৃষিকেশ প্যাটেল জানিয়েছেন, ইলন মাস্ক যদি গুজরাটে আসেন, তাহলে তিনি সরকারের পূর্ণ সমর্থন পাবেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, গুজরাটে ফোর্ড এবং টাটারও প্ল্যান্ট রয়েছে। সেগুলি রাজ্যের পূর্ণ সমর্থন পাচ্ছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন ইলন মাস্ক। এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি ভারতে ব্যবসা করতে আগ্রহী। তিনি এটাও জানিয়েছেন, 'আমি নরেন্দ্র মোদীর ফ্যান।'
প্রসঙ্গত, ভারতে উচ্চ আমদানি শুল্কের কারণেই এতদিন ধরে টেসলা ব্যবসা শুরু করতে পারছে না। এই বিষয়ে X হ্যান্ডেলে একাধিকবার জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি অন্য স্ট্র্যাটেজি নিয়েছেন বলে মনে করা হচ্ছে।