দু'বছর পর ফের একবার চর্চায় প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা। নবী মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যে বছর দুয়েক আগে সমালোচনার ঝড় বয়ে যায়। সেই নূপুরকেই দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করতে। 'হিন্দু হিংস্র...' সংসদে রাহুলের এই মন্তব্যে আগেই আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রমুখ। এই প্রসঙ্গকে কেন্দ্র করে নূপুর শর্মার প্রত্যাবর্তন। ফের একবার প্রকাশ্য মঞ্চে নূপুর। কী বললেন তিনি?
গাজিয়াবাদের রামপ্রস্থ গ্রিন ক্যাম্পাসে আয়োজিত একটি ভাগবত কথা চলাকালীন, প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা দু'বছর পর প্রকাশ্যে অনেক বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেন। নূপুর অভিযোগ করেন, 'এদেশে সনাতনীদের নির্মূল করার ষড়যন্ত্র চলছে, যা তিনি অনুভব করেন।'
রাহুল গান্ধীর নাম না নিয়ে নূপুর বলেন, "উচ্চ পদে থাকা লোকেরা যখন বলে যে হিন্দুরা হিংস্র বা অন্য কেউ যখন বলে যে সনাতনীদের নিশ্চিহ্ন করা উচিত, তখন সেই ষড়যন্ত্র বোঝা উচিত। " বলেন, "হিন্দুরা যদি হিংস্র হতো তাহলে তার নিজের দেশে একজন হিন্দু মেয়েকে এত নিরাপত্তার মধ্যে জীবন কাটাতে হত না। কিছু বললে বাহ-বাহ আর আমি কিছু বললে মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে? এই কাজ হবে না। আমাদের দেশ তার সংবিধান দ্বারা পরিচালিত হবে, কোন ধর্মীয় বা শরিয়া আইন অনুসারে নয়।"
নাম না নিয়ে রাহুলকে যা বললেন নূপুর...
প্রসঙগত, ১ জুলাই লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন, "ভারত একটি অহিংসার দেশ, তারা ভয় পায় না। আমাদের মহাপুরুষরা এই বার্তা দিয়েছিলেন- ভয় পেয়ো না, ভয় পেয়ো না। শিবজি বলেন- ভয় পেয়ো না, ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদেরকে হিন্দু বলে তারা হিংসা-হিংসা-হিংসা...ঘৃণা-ঘৃণা-ঘৃণা ২৪ ঘণ্টা করে... আপনি মোটেও হিন্দু নন। হিন্দু ধর্মে স্পষ্টভাবে লেখা আছে যে সত্যকে সমর্থন করা উচিত।" রাহুলের এই বক্তব্যের পর উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এটি একটি গুরুতর বিষয়। সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা একটি গুরুতর বিষয়।" এ বিষয়ে রাহুল পাল্টা বলেন, "প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি পুরো হিন্দু সমাজ নয়।"
এক কর্মসূচিতে অংশ নেন নূপুর
ভগবত কথার সংগঠক ও রামপ্রস্থ গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক ভাস্কর গান্ধী জানান, ক্যাম্পাসের দুর্গা মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচির অধীনে গত ৪ দিন ধরে ভগবত কথা চলছে। এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন নূপুর শর্মাও।
নূপুর শর্মাকে নিয়ে কী বিবাদ ছিল?
২০২২সালে, একটি টিভি নিউজ চ্যানেলে ডিবেট চলাকালীন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা পয়গম্বরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন, যে কারণে একদল মানুষ ক্ষুব্ধ হয়েছিল। এই ভিডিওটি শেয়ার করার পর তিনি অনেক হুমকি পান বলেও অভিযোগ করেন।