scorecardresearch
 

Rahul Gandhi: রাহুলের বিরুদ্ধে FIR, বিজেপির অভিযোগে পদক্ষেপ দিল্লি পুলিশের

রাজ্যসভার চেয়ারম্যানের কাছে রাহুলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন বিজেপির তফসিলি উপজাতি মহিলা সাংসদ।

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • বিজেপি ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে খুনের চেষ্টা থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার আরও ৬টি গুরুতর ধারায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

সংসদ চত্বরে হাতাহাতির ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর ধাক্কায় তাঁদের দু'জন সাংসদ আহত হয়েছেন। তাঁরা আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন।

এ দিন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে রাহুলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন বিজেপির তফসিলি উপজাতি মহিলা সাংসদ। এদিকে,বিজেপি ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে খুনের চেষ্টা থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার আরও ৬টি গুরুতর ধারায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন ধারা: সূত্র

আরও পড়ুন

- ধারা ১১৫: স্বেচ্ছায় আঘাত করা 
-ধারা ১১৭: গুরুতর আঘাত করা 
-ধারা ১২৫: জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন 
 -ধারা ১৩১: অপরাধের উদ্দেশ্য বলপ্রয়োগ
- ধারা ৩৫১: হুমকি দেওয়া 
-ধারা ৩(৫): একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংগঠিত করা

কোন কোন ধারায় অভিযোগ করা হয়েছিল?

-ধারা ১০৯: খুনের চেষ্টা 
-ধারা ১১৫: স্বেচ্ছায় আঘাত করা 
-ধারা ১১৭: স্বেচ্ছায় গুরুতর আঘাত করা 
-ধারা ১২১: সরকারী কর্মচারীকে তাঁর দায়িত্ব থেকে বিভ্রান্ত করার জন্য আঘাত করা 
-ধারা ৩৫১: হুমকি দেওয়া
-ধারা ১২৫: অন্যের নিরাপত্তা বিপন্ন করা

ঘটনার সূত্রপাত কীভাবে?

বৃহস্পতিবার সকালে আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে সংসদে বিক্ষোভ দেখাচ্ছিল কংগ্রেস। সেই সময় কংগ্রেসের বিরুদ্ধেও প্রতিবাদ করছিলেন বিজেপি সাংসদরাও। সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সংসদের মকর দরজায় এসে প্রতিবাদ জানাতে থাকেন কংগ্রেস সাংসদরা। তখন মকর দ্বারে বিজেপি সাংসদরা দাঁড়িয়েছিলেন। দুপক্ষই মুখোমুখি। শুরু হয় স্লোগান। প্রায় ২০ মিনিট ধরে এই ঘটনা চলে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সাংসদরা তাঁদের থামানোর চেষ্টা করেছেন। এমনকি ধাক্কাও দিয়েছেন। বিজেপিও একই অভিযোগ করে।

Advertisement

গেরুয়া শিবির অভিযোগ করে, দু'পক্ষের হট্টগোলের সময় রাহুল গান্ধী একজন বিজেপি সাংসদকে ধাক্কা দেন। তিনি বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গির ওপর পড়েন। ধস্তাধস্তিতে জখম হন সারেঙ্গি ও আর এক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। পুরো ঘটনা প্রসঙ্গে প্রতাপ সারঙ্গী বলেন,'আমি সিঁড়িতে দাঁড়িয়ে ছিলাম। রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা দেন। সেই সাংসদ আমার উপর এসে পড়েন। তার জেরে চোট লাগে'।

Advertisement