scorecardresearch
 

Mahakal Temple Fire: মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় গর্ভগৃহে আগুন, পুরোহিত সহ ১৩ জন দগ্ধ

দোলের দিন মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকাল মন্দিরে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এদিন মহাকাল মন্দিরে ভষ্ম আরতি চলছিল। সেই সময়েই মন্দিরের গর্ভগৃহে আগুন লেগে যায়। ঘটনায় ৫ জন পুরোহিত ও ৪ জন দর্শনার্থী অগ্নিদগ্ধ হন। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

Advertisement
মহাকাল মন্দিরে আগুন মহাকাল মন্দিরে আগুন
হাইলাইটস
  • দোলের দিন মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকাল মন্দিরে ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
  • এদিন মহাকাল মন্দিরে ভষ্ম আরতি চলছিল। সেই সময়েই মন্দিরের গর্ভগৃহে আগুন লেগে যায়। ঘটনায় ৫ জন পুরোহিত ও ৪ জন দর্শনার্থী অগ্নিদগ্ধ হন।
  • কীভাবে আগুন লাগল? সূত্রের খবর, এদিন সকালে অন্যদিনের মতোই ভষ্ম আরতি চলছিল। সেই সময়ে গর্ভগৃহের উপর টাঙানো একটি কাপড়ে হঠাৎ আগুন ধরে যায়।

দোলের দিন মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকাল মন্দিরে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এদিন মহাকাল মন্দিরে ভষ্ম আরতি চলছিল। সেই সময়েই মন্দিরের গর্ভগৃহে আগুন লেগে যায়। ঘটনায় ৫ জন পুরোহিত ও ৪ জন দর্শনার্থী অগ্নিদগ্ধ হন। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

কীভাবে আগুন লাগল? সূত্রের খবর, এদিন সকালে অন্যদিনের মতোই ভষ্ম আরতি চলছিল। সেই সময়ে গর্ভগৃহের উপর টাঙানো একটি কাপড়ে হঠাৎ আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই কাপড় এসে পড়ে পুরোহিত ও দর্শনার্থীদের উপর। সঙ্গে সঙ্গে মন্দিরের গর্ভগৃহে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কোনওমতে বাকি দর্শনার্থীরা তাঁদের আগুন নিভিয়ে বের করে আনেন। এরপর তাঁদের দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

উজ্জয়নের কালেক্টর নীরজ কুমার সিং জানিয়েছেন, 'সকালে ভষ্ম আরতির সময়ে পুজো চলছিল। সেই সময়েই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে ১৩ জন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ঠিক কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।'

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাপড়ে আগুন লেগে সেটি এসে পুরোহিত ও দর্শনার্থীদের উপর এসে পড়ে। আর সেই কারণেই হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। 

জেলা হাসপাতাল সূত্রে খবর, আহতরা গুরুতর অগ্নিদগ্ধ হলেও তাঁরা আপাতত আশঙ্কামুক্ত। ৯ জন ছাড়াও আরও ৪ জন আগুন থেকে অল্প দগ্ধ হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন

Advertisement