scorecardresearch
 

জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, সংঘর্ষে শহিদ ৫ জওয়ান

জম্মুকাশ্মীরের চমরের জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা। সেই সময়ই গুরুতর আহত হন ওই ৫ জন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁদের। 

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • সেনা-জঙ্গি গুলির লড়াই
  • শহিদ ৫ জওয়ান
  • এলাকা জুড়ে চলছে তল্লাশি

জম্মুকাশ্মীরের পুঞ্চ জেলায় গুলির লড়াই। এক জেসিও সহ শহিদ মোট ৫ জওয়ান। সূত্রের খবর, চমরের জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা। সেই সময়ই গুরুতর আহত হন ওই ৫ জন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁদের। 

জানা যাচ্ছে, চমরের জঙ্গলে জঙ্গিদের অনুপ্রবেশের খবর পাওয়া যায়। যার জেরে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপর শুরু হয় জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই। সেই সময়ই শহিদ হন ৫ জওয়ান। বিষয়টি সেনার তরফেও জানান হয়েছে। 

সেনা আধিকরিকদের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিরা এলওসি পেরিয়ে চমরেরের জঙ্গলে প্রবেশ করে। যাতে তারা জঙ্গল থেকে পালাতে না পারে তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তারপরেই শুরু হয় গুলির লড়াই। 


এদিকে আজ সকালেই অনন্তনাগ ও বান্দিপোরায় মোট দুই জঙ্গিকে খতম করে জওয়ানরা। তবে অনন্তনাগে যে জওয়ানের মৃত্যু হয়েছে তার এখনও পরিচয় জানা যায়নি। সেই সংঘর্ষে এক পুলিশকর্মীও আহত হন। অন্যদিকে বান্দিপোরায় যে জঙ্গিকে খতম করা হয়েছে তার নাম ইমতিয়াজ দার। 

 

Advertisement