সম্পদের দৌড়ে ধনকুবের মুকেশ আম্বানিকে পিছনে ফেললেন ব্যবসায়ী গৌতম আদানি। হিন্ডেনবার্গ মামলায় সমালোচনার ঝড় ওঠে ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে। সমস্ত সমালোচনার মাঝে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন আদানি। শুধু তাই নয়, গৌতম আদানি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় দ্বাদশ স্থানে পৌঁছেছেন। তাঁর মোট সম্পদও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার।
যেখানে বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানি দ্বাদশ স্থান থেকে ত্রয়োদশ স্থানে নেমে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির সম্পদ ৯৭ বিলিয়ন ডলার। গত ২৪ ঘণ্টায় তাঁর মোট সম্পদ ৬৬৫ মিলিয়ন ডলার হয়েছে।
গৌতম আদানির মোট সম্পদ
আদানি গ্রুপের কর্ণধার তথা বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি বৃহস্পতিবার পর্যন্ত এই তালিকায় ১৪ নম্বরে ছিলেন।গত ২৪ ঘণ্টায় তাঁর বিশাল আয়ের কারণে, মোট সম্পদ ভাল বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গৌতম আদানির মোট সম্পদ ৯৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গৌতম আদানির সম্পদ এত দ্রুত বাড়ল কেন?
আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর গৌতম আদানির কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, যে কারণে কোম্পানির মূল্য বাড়ছে। গৌতম আদানির সম্পদও বেড়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল, এই বিষয়ে সেবি-র তদন্ত সঠিক পথে রয়েছে। এছাড়াও, SEBI কে ২৪ টির মধ্যে বাকি ২টি মামলা তদন্ত করার জন্য আরও ৩ মাস সময় দেওয়া হয়েছে।