বাংলায় প্রবাদ আছে রাখে হরি মারে কে। সেই কথাই একেবারে বাস্তবে প্রমাণিত হল গুরুগ্রামের ৮২ নম্বর সেক্টরে। এদিন বিকেল সাড়ে চারটে থেকে ৫টার মধ্যে বজ্রপাতের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে কয়েকজনের ওপর বজ্রপাতের ছবি ধরা পড়েছে। তার পর কী হল তাঁদের সঙ্গে?
ঘটনানি গুরুগ্রামের ভাটিকার সিগনেচার ভিলার। শুক্রবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। সেখানে কর্মরত ৪ জন উদ্যানকর্মী বৃষ্টি থেকে বাঁচতে গাছের নীচে দাঁড়িয়ে ছিলেন। তখনই তাঁদের ওপর বজ্রপাত হয়। সেই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। যার ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে চারজন যুবককে একসাথে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। চারজনকেই গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই প্রাণে বেঁচেছেন। তবে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে।
गुरुग्राम के सेक्टर 82 में शाम पौने 5 बजे वाटिका के सिग्नेचर विला में आसमानी बिजली गिर गई. वहां काम करने वाले 4 माली इसकी चपेट में आ गए. हल्की बारिश की वजह से वे पेड़ के नीचे खड़े थे. यह घटना एक CCTV कैमरे में कैद हो गई. जिसका वीडियो वायरल हो रहा है. हालांकि वे माली अब ठीक हैं. pic.twitter.com/l39smMMQ5S
— Parvez Sagar (@itsparvezsagar) March 12, 2021
সন্ধ্যা পৌনে পাঁচটা নাগাদ গুরুগ্রামের সেক্টর ৮২-এর ভাটিকার সিগনেচার ভিলায় একটি গাছের ওপর এই বজ্রপাত হয়। সেখানে কাজ করা ৪ উদ্যানকর্মী এতে গুরুতর আহত হন। বৃষ্টির কারণে তারা গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। যার ভিডিও ভাইরাল হচ্ছে। যদিও তার উদ্যানকর্মী এখন অনেকটাই ভাল আছেন।
জানা যাচ্ছে বজ্রপাতর সময় গুরুগ্রামের ওই ভিলার অধিকাংশ লোকই ঘরের ভিতরে ছিলেন। এদিকে, বৃষ্টি ও বজ্রপাত এড়াতেই মাঠে কর্মরত চার মালি গাছের নীচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই আকাশ থেকে শিখার মতো বিদ্যুৎ ওই চার ব্যক্তির ওপর বাজ আকারে পড়ে।
আহত অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, বিদ্যুতের ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্টভাবে বাজ পড়তে দেখা যায়। ভাগ্যক্রমে, চার উদ্যান কর্মীই প্রাণে বেঁচেছেন।