scorecardresearch
 

Diwali 2022 'চ্যালেঞ্জ করলে যোগ্য জবাব দেবে সেনা', কার্গিল থেকে হুঁশিয়ারি মোদীর

ক্ষমতা ছাড়া শান্তি অর্জন করা অসম্ভব। জম্মু ও কাশ্মীরের কার্গিলে (Kargil) সেনা জওয়াদের সঙ্গে দীপাবলি (Diwali 2022) পালন করতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আজ সকালেই প্রধানমন্ত্রী কার্গিলে পৌঁছান।

Advertisement
 কার্গিল থেকে হুঁশিয়ারি মোদীর কার্গিল থেকে হুঁশিয়ারি মোদীর
হাইলাইটস
  • সেনা জওয়ানদের তাঁর পরিবার হিসাবে সম্বোধন করেন প্রধানমন্ত্রী
  • আজ সকালেই প্রধানমন্ত্রী কার্গিলে পৌঁছান

ক্ষমতা ছাড়া শান্তি অর্জন করা অসম্ভব। জম্মু ও কাশ্মীরের কার্গিলে (Kargil) সেনা জওয়াদের সঙ্গে দীপাবলি (Diwali 2022) পালন করতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আজ সকালেই প্রধানমন্ত্রী কার্গিলে পৌঁছান। জওয়ারদের সামনে ভাষণ দিতে গিয়ে মোদী আবারও জানিয়ে দেন যে ভারত সর্বদা যুদ্ধকেই শেষ বিকল্প হিসাবে বিবেচনা করেছে। তিনি বলেন, 'আমরা সর্বদা যুদ্ধকে শেষ বিকল্প হিসাবেই বিবেচনা করেছি। লঙ্কা হোক বা কুরুক্ষেত্র, শেষ অবধি যুদ্ধ এড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছিল। আমরা বিশ্ব শান্তির পক্ষে।'

সেনা জওয়ানদের তাঁর পরিবার হিসাবে সম্বোধন করে প্রধানমন্ত্রী জানান যে তিনি তাঁদের ছাড়া এত ভাল দীপাবলি পালন করতে পারতেন না। তিনি জওয়াদের সাহসিকতারও প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে এমন কোনও যুদ্ধ হয়নি যেখানে কার্গিল জয় দেখেনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করে তিনি বলেন, 'দ্রাস, বাটালিক ও টাইগার হিল সেনাদের সাহসিকতার সাক্ষী। কার্গিলে আমাদের সেনারা সন্ত্রাস দমন করতে পেরেছে। আমি সেই ঘটনার একজন সাক্ষী। ভারত এখন বিশ্বব্যাপী সম্মানিত। আপনারা আমাদের সীমান্ত রক্ষা করছেন। আমরা আমাদের দেশের মধ্যে থাকা শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি। যদি আমাদের চ্যালেঞ্জ করা হয়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী জানে কীভাবে নিজস্ব ভাষায় শত্রুকে উপযুক্ত জবাব দিতে হয়।'

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছরই সেনাদের সঙ্গে দীপাবলি উৎসবে মাতেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্য আবারও দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন তিনি। সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী আমদানি করা সরঞ্জামের উপর তাদের নির্ভরতা কমাতে পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, 'দেশ সুরক্ষিত হয় যখন এর সীমান্ত সুরক্ষিত থাকে এবং অর্থনীতি শক্তিশালী হয়। গত সাত-আট বছরে ভারতের অর্থনীতি দশম থেকে পঞ্চম স্থানে পৌঁছেছে।'

Advertisement

সশস্ত্র বাহিনীতে মহিলা ক্যাডেটদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের শক্তি বৃদ্ধি পাবে।"

 

Advertisement