শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি মহারাজ (Govind Devgiri Maharaj) রবিবার কাশী এবং মথুরা সম্পর্কে তাত্পর্যপূর্ণ মন্তব্য করলেন। তাঁর বক্তব্য, অযোধ্যার পরে কাশী ও মথুরার ধর্মীয় স্থল শান্তিপূর্ণ ভাবে পেয়ে গেলে, আমরা অন্যান্য সব মন্দির সম্পর্কিত ইস্যু ছেড়ে দেব।
পুনেতে একটি অনুষ্ঠান শেষে গোবিন্দ দেবগিরি মহারাজকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা এক প্রশ্নের উত্তরে বলেন, 'আমি ইতিমধ্যেই বলেছি, তিনটি মন্দির শান্তিপূর্ণভাবে একসঙ্গে পেয়ে গেলে, আমরা অন্য মন্দিরগুলিতে মনোযোগ দিতে চাই না, কারণ আমাদের ভবিষ্যতে বাঁচতে হবে। অতীতে বাস করবেন না। দেশের ভবিষ্যৎ যেন ভাল হয়, তাই আমরা যদি এই তিনটি মন্দির (অযোধ্যা, কাশী, মথুরা) উপলব্ধি এবং ভালবাসা দিয়ে পাই, তবে আমরা অন্য সমস্ত কিছু ভুলে যাব।'
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইসব মানুষকেও ভালোবেসে বুঝিয়ে দেবেন। দেখুন, এই সব জায়গার জন্য একটা কথা বলা যাবে না। কিছু জায়গায় বিবেকবান মানুষ আছে, কিছু জায়গায় বিবেকবান মানুষ নেই। পরিস্থিতি যেখানেই হোক না কেন, একইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। আমরা কোনও ভাবেই দেশে শান্তি বিঘ্নিত হতে দেব না।
#WATCH | Pune, Maharashtra: Treasurer of Sri Ram Janambhoomi Trust Govind Dev Giri Maharaj says "We do not even desire to look at the other temples if three temples are freed because we have to live in the future and not in the past. The country’s future should be good and if we… pic.twitter.com/D4d4fQgViz
আরও পড়ুন
— ANI (@ANI) February 5, 2024
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ, গোবিন্দ দেব গিরি মহারাজের ৭৫তম জন্মদিন উপলক্ষে ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে অনেক ধর্মীয় স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায়, তিনি পুনের আলন্দিতে পৌঁছেছেন, যেখানে তিনি একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছিলেন। আরএসএস প্রধান মোহন ভাগবত এবং শ্রী শ্রী রবিশঙ্কর এবং অন্যান্যরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে ৫০০ বছর পর রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গত ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। তবে বর্তমানে মন্দিরের নির্মাণ কাজ চলছে এবং এই ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া জ্ঞানবাপী ও মথুরা শ্রীকৃষ্ণ জন্মস্থানের মামলা আদালতে বিচারাধীন।
গত ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন গোবিন্দ দেবগিরি মহারাজই চামচে করে মধু, লেবু ও জলের মিশ্রণ খাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ দিনের ব্রত ভাঙেন।