দিন কয়ের আগেই বৈঠকে ভারত-চিন সীমান্তে লাদাখের গোগরা হাইট এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। এবার সেই LAC বরাবর সমস্ত অস্থায়ী ছাউনি ভেঙে ফেলার সিদ্ধান্ত কার্যকর করা শুরু করল ভারত ও চিন। লাদাখের প্যাট্রোল পয়েন্ট ১৭এ থেকেই মূলত সেনা সরানোর কাজ করছে দুই শিবির। এখানে গত ১ বছরের বেশি সময় ধরে দুই দেশের সেনাবিহিনীর মধ্যে সংঘর্ষ বেধেছে বারবার।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত অস্থায়ী ছাউনি ভেঙে ফেলা হয়েছে দু'তরফেই। এবং সেখানে আর কোনও ছাউনি নেই তাও নিশ্চিত করা হয়েছ।
গত বছর থেকেই LAC-তে ভারত ও চিনের মধ্যে স্থিতাবস্থা বজায় রয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সেই বরফ আরও গলেছে। অবশেষে পূর্ব লাদাখের গোগরা হাইট এলাকা থেকে সেনা সরানোর পক্ষে দু'দেশই রাজি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও চিনের মধ্যে ১২ তম রাউন্ডের কমান্ডার পর্যায়ের বৈঠক চুশুল-মোলদোতে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে গত ১৪ জুলাই দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়েছিল। এছাড়া গত ২৫ জুন ভারত-চিন সীমান্ত বিষয়ক পরামর্শক ও সমন্বয় প্রক্রিয়া (ডব্লিউএমসিসি) নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকে , ভারত এবং চিন এলএসি-র পশ্চিমাঞ্চলের সেক্টরগুলি থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে অচলাবস্থার ক্ষেত্রগুলি সম্পর্কে গভীর আলোচনা করে।