scorecardresearch
 

Bangladesh Monk: 'হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন,' বাংলাদেশকে এবার কড়া বার্তা মোদী সরকারের

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুলল ভারত। ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। গ্রেফতারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে হিন্দুদের উপর অত্যাচারের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পদ্মার পাড়ে। 

Advertisement
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারে সরব ভারত। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারে সরব ভারত।
হাইলাইটস
  • বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুলল ভারত।
  • ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
  • নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়।

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুলল ভারত। ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। গ্রেফতারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে হিন্দুদের উপর অত্যাচারের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পদ্মার পাড়ে। 

জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি। 

আরও পড়ুন

হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইস্কন। 

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলায় সরব হয়েছে বিজেপি। আজ ও আগামীকাল রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisement