scorecardresearch
 

Jetpack Suit পাচ্ছে ভারতীয় সেনা, জলে-জঙ্গলে উড়েই চালানো যাবে নজরদারি

Jetpack Suit: শীঘ্রই জেটপ্যাক স্যুটে (Jetpack Suit) উড়তে দেখা যাবে ভারতীয় (Indian Army) সেনাদের। এই স্যুট পরে জওয়ানরা জেট প্লেনের মতো হাওয়ায় উড়তে পারবেন। এর সুবিধা অনেক। এই স্যুট নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ফাস্টট্র্যাক প্রকিওরমেন্টের অধীনে ৪৮টি জেটপ্যাক স্যুট কিনতে চায়।

Advertisement
Jetpack Suit পাচ্ছে ভারতীয় সেনা Jetpack Suit পাচ্ছে ভারতীয় সেনা
হাইলাইটস
  • শীঘ্রই জেটপ্যাক স্যুটে উড়তে দেখা যাবে ভারতীয় সেনাদের
  • এই স্যুট পরে জওয়ানরা জেট প্লেনের মতো হাওয়ায় উড়তে পারবে
  • শর্ত হল জেটপ্যাকের ওজন ৪০ কেজির কম হতে হবে

Jetpack Suit: শীঘ্রই জেটপ্যাক স্যুটে (Jetpack Suit) উড়তে দেখা যাবে ভারতীয় (Indian Army) সেনাদের। এই স্যুট পরে জওয়ানরা জেট প্লেনের মতো হাওয়ায় উড়তে পারবেন। এর সুবিধা অনেক। এই স্যুট নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ফাস্টট্র্যাক প্রকিওরমেন্টের অধীনে ৪৮টি জেটপ্যাক স্যুট কিনতে চায়।

শর্ত হল জেটপ্যাকের ওজন ৪০ কেজির কম হতে হবে। কিন্তু এটি তার ওজনের দ্বিগুণ অর্থাৎ ৮০ কেজি ওজনের মানুষের সঙ্গেই উড়তে পারবে। অন্তত আট মিনিট উড়তে পারা যাবে এই স্যুটে। এছাড়াও, জেটপ্যাক প্রস্তুতকারক সংস্থাকে খেয়াল রাখতে হবে ৬০ শতাংশ স্বদেশের হতে হবে। বাজারে এই স্যুটের দাম তিন থেকে চার কোটি টাকা বলে জানা গেছে। কিন্তু সেনাবাহিনী এই জেটপ্যাক স্যুট কী দামে কিনবে তা প্রকাশ করা হয়নি।

স্যুটটি গ্যাস বা তরল জ্বালানীতে চলে। এটিতে মূলত একটি টারবাইন ইঞ্জিন রয়েছে। এর নিয়ন্ত্রণ শুধু হাতে। এটি পরে, সেনারা ১০ থেকে ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বাতাসে উড়তে পারে। জেটপ্যাক স্যুটের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ, পাহাড়-জঙ্গলে নজরদারি চালানো সহজ হবে। এটি দুই হাতে নিয়ন্ত্রণ করতে হয়। উড়তে গিয়ে কোনওভাবেই আক্রমণ করতে করা যাবে না, কারণ, দুই হাতই ব্যবহার হবে।

স্যুটটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে উড়বে
ভারতীয় সেনাবাহিনীকে জেটপ্যাক স্যুটের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার রাখতে বলা হয়েছে। এই স্যুট যে কোনও  ঋতুতে পরা যাবে। তবে ভারতীয় সেনাবাহিনী এটি শুধুমাত্র একটি দেশের কোনও কোম্পানির কাছ থেকে কিনতে চায়। এতে পাঁচটি গ্যাস টারবাইন জেট ইঞ্জিন রয়েছে যা প্রায় ১০০০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এছাড়া, স্যুট জেট ফুয়েল, ডিজেল বা কেরোসিনেও চলতে পারে। এর দিক পরিবর্তন করা যেতে পারে।

Advertisement

আমেরিকান সেনাবাহিনীও এই জেটপ্যাক ব্যবহার করছে
মার্কিন সেনা ও নৌবাহিনীর সদস্যদেরও জেটপ্যাক স্যুটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করতেও শিখছে তারা। মার্কিন নৌবাহিনী বিশেষ করে উদ্ধার ও নজরদারি মিশনে এটি ব্যবহার করতে চায়। এছাড়াও, জেটপ্যাক স্যুট নদী পারাপার, উপত্যকা অতিক্রম করা, উচ্চ উচ্চতায় অবতরণ, নিরাপদে পাহাড়ে পৌঁছনো বা ল্যান্ডমাইনের উপর দিয়ে যাওয়ার জন্য সেরা একটি স্যুট।

Advertisement