scorecardresearch
 

চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় ভারতের, কবে? ঐতিহাসিক টার্গেট জানালেন মোদী

চন্দ্রযান ৩-এর প্রাথমিক উদ্দেশ্য হল, চাঁদের দক্ষিণ মেরুর মাটি ও আবহাওয়ার তথ্য প্রদান করা। ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটায় চন্দ্রযান ৩ মিশন শুরু হয়। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে নামে চন্দ্রযান ৩। 

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চন্দ্রযান ৩(Chandrayaan 3) মিশনের সাফল্যের পর এবার পরবর্তী টার্গেট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অদূর ভবিষ্যতে চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন ভারতের মহাকাশচারী। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যত্‍ নিয়ে এক্স হ্যান্ডেলে মোদী জানালেন, পরবর্তী মিশনের বিষয়ে।

এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লিখলেন, 'আমাদের মহাকাশ গবেষণার ভবিষ্যত্‍ নিয়ে আরও এক মাইলফলক ছুঁতে পারার জন্য ISRO-কে শুভেচ্ছা। এই পরিকল্পনার মধ্যে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর মিশনও রয়েছে।'

চন্দ্রযান ৩-এর প্রাথমিক উদ্দেশ্য হল, চাঁদের দক্ষিণ মেরুর মাটি ও আবহাওয়ার তথ্য প্রদান করা। ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটায় চন্দ্রযান ৩ মিশন শুরু হয়। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে নামে চন্দ্রযান ৩। 

ইসরো জানিয়েছে, প্রোপলশন মডিউলকে চাঁদের কক্ষ থেকে ফের পৃথিবীর কক্ষে ফিরিয়ে আনার চেষ্টার মূল ফায়দা হল, আগামী মিশন তৈরির প্রাথমিক কাজ। বিশেষ করে, চাঁদ থেকে মিশনকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা। আপাতত মডিউলের জন্য সফটওয়্যার তৈরি করা হচ্ছে। প্রাথমিক স্তরে রয়েছে। চন্দ্রযান ৩ মিশনের প্রোপলশন মডিউল গত ১৭ অগাস্ট বিক্রম ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের কক্ষে ঘুরতে শুরু করে। ১ হাজার ৬৯৬ কেজি জ্বালানি ছিল ওই মডিউলে।


চন্দ্রযান-৩-এর প্রোপলশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে এনেছে ইসরো। এর থেকেই ইসরো প্রমাণ করল ভারত শুধু চাঁদে মহাকাশযান পাঠাতেই পারে না, ফিরিয়েও আনতে পারে। চাঁদে শুধু মহাকাশযান পাঠানোই নয়, মহাকাশ থেকে প্রয়োজনে যানকে পৃথিবীতেও ফিরিয়ে আনার ক্ষমতা রয়েছে ভারতের, তা প্রমাণ করল ইসরো।

Advertisement


Advertisement