২০২১ সালের প্রথম মহাকাশ মিশনের জন্য তৈরি হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। রাত ১০.২৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে একটি স্যাটেলাইট। এই প্রথম ভারতের রকেট 637-kg Amazonia-1 of Brazil স্যাটেলাইট লঞ্চ করবে৷
চেন্নাই থেকে ১০০ কিমি দূরে অবস্থিত নেল্লোর জেলার এই এয়ারস্পেস থেকেই লঞ্চ করা হবে স্যাটেলাইটটিকে। এমনকী এই উপগ্রহতে থাকবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সাফল্য নেপথ্যে থাকা ২৫ হাজার জনের নামও। 'স্পেসকিডজ ইন্ডিয়া' নামে একটি সংস্থা ভারতীয় পড়ুয়াদের সাহায্যে এই উপগ্রহটি তৈরি করেছে।
Countdown for the launch of #PSLVC51/Amazonia-1 mission commenced today at 0854Hrs (IST) from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota.
— ISRO (@isro) February 27, 2021
Launch is scheduled tomorrow at 1024 Hrs IST. pic.twitter.com/XRx3isDsGm
এই স্যাটেলাইট মিশনটি আত্মনির্ভর অভিযানের অধীনে। তাই প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানিয়ে তাঁর ছবি পাঠানো হচ্ছে মহাকাশে, এমনটাই জানান ইসরো প্রধান ড. কে শিভান।
ইসরো জানিয়েছে লঞ্চ রিহার্সালও শেষ হয়েছে পিএসএলভি সি-৫১-র। এই পিএসএলভির মূল স্যাটেলাইট হল ব্রাজিলের Amazonia-1। এরই সঙ্গে থাকছে আরও ১৮টি স্যাটেলাইট (18 co-passenger satellites)। এর মধ্যে রয়েছে ভারতের স্যাটেলাইটও। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো।
এর আগে, ৭ই নভেম্বর লঞ্চ করা হয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সি-৪৯ বা পিএসএলভি সি-৪৯। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো জানায় এটি দেশের অন্যতম রাডার ইমেজিং স্যাটেলাইট।
সংবাদসংস্থা পিটিআইকে এনএসআইএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জি নারায়ন বলেন, "আমরা এই স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমরা খুবই গর্বিত যে ব্রাজিলের তৈরি স্যাটেলাইট আমরা লঞ্চ করতে পারছি।"