scorecardresearch
 

PM Modi: প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরের আমন্ত্রণ পুতিনের, ২০২৪ সালের ভোটের জন্য জানালেন 'শুভেচ্ছা'

আগামী বছর রাশিয়া আসুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে পাঁচদিনের সফরে রাশিয়া রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর সেই সময়েই ভারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান পুতিন। ২০২৪ সালে রাশিয়া সফরের অনুরোধ করেন। 

Advertisement
ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী মোদি জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেন। (ছবি: রয়টার্স) ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী মোদি জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেন। (ছবি: রয়টার্স)
হাইলাইটস
  • আগামী বছর রাশিয়া আসুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • বর্তমানে পাঁচদিনের সফরে রাশিয়া রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
  • এদিকে ২০২৪ সালেই ভারতে লোকসভা নির্বাচন। ফলে নরেন্দ্র মোদী যে সেই নিয়ে বেশ ব্যস্ত থাকবেন, তা বলাই বাহুল্য। সেই বিষয়েও ওয়াকিবহাল ভ্লাদিমির পুতিন।

আগামী বছর রাশিয়া আসুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে পাঁচদিনের সফরে রাশিয়া রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর সেই সময়েই ভারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান পুতিন। ২০২৪ সালে রাশিয়া সফরের অনুরোধ করেন। 

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, 'আমরা আমাদের প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাই। আমরা চাই উনি খুব শীঘ্রই রাশিয়া আসুন। তাঁকে জানাবেন যে আমরা তাঁকে এখানে আমন্ত্রণ জানাতে চাই।'

এদিকে ২০২৪ সালেই ভারতে লোকসভা নির্বাচন। ফলে নরেন্দ্র মোদী যে সেই নিয়ে বেশ ব্যস্ত থাকবেন, তা বলাই বাহুল্য। সেই বিষয়েও ওয়াকিবহাল ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, 'আমি জানি, আগামী বছর ভারতে নির্বাচন। খুবই ব্যস্ত সময়। আমরা চাই আমাদের বন্ধু নির্বাচনে জয়ী হন।'

আরও পড়ুন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাতে নরেন্দ্র মোদীর দেওয়া চিঠি তুলে দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক বছরে ২ দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও উন্নতি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।

এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। জয়শঙ্কর বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সবসময়ে যোগাযোগ রাখেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই মজবুত। এই নিয়ে এটি আমাদের সপ্তম বৈঠক।

Advertisement