J&K Election Result 2024: ১০ বছর পর প্রথমবার ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে। ৩৭০ ধারা বিলোপের পর চলতি বছরে প্রথম লোকসভা নির্বাচনে উপত্যকায় এবার পালাবদল হতে চলেছে। এই প্রতিবেদন লেখার সময় ৯০ বিধানসভা আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস-এনসি জোট। ইতিমধ্যেই ২টি আসনে জয়ী হয়েছে জোট। সরকার গড়তে জাদু সংখ্যা (ম্যাজিক ফিগার) ৪৬। ফলে সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি সংখ্যায় এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। পিছিয়ে রয়েছে পিডিপি, বিজেপি। তবে সরকার গড়ার খেলায় নানা পটপরিবর্তন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
একক বৃহত্তম দল হিসাবে এবার নির্বাচনে উঠে এসেছে ফারুক আবদুল্লার এনসি। ফলে সরকার গঠনে তাঁরা বড় ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। ক্ষমতা বণ্টন নিয়ে উপরাজ্যপাল এবং নতুন মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত বাধতে পারে। নতুন সরকারে ১-২ জন হিন্দু উপমুখ্যমন্ত্রী থাকতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
২০১৪ সালে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু ও কাশ্মীরে। এর আগে জম্মু ও কাশ্মীরে মোট ৮৭টি আসন ছিল। আসন পুনর্বিন্যাসের পর তা বেড়ে হয়েছে ৯০টি। গত বিধানসভা নুর্বাচনে মেহবুবা মুফতির দল পিডিপি পেয়েছিল ২৮ট আসন। বিজেপি পেয়েছিল ২৫টি আসন।
৩৭০ ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে লড়াই ছিল। এ বছর ৩ দফায় ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে।
গত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল ছিল পিডিপি। তবে এবার ভোটে ধরাশায়ী হয়েছে তারা। ভোটের পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই হার স্বীকার করে নিয়েছেন মেহবুবার কন্যা ইলতিজা মুফতি।