জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে সেনা-জঙ্গি সংঘর্ষ। তাতে বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষী বাহিনী। সংঘর্ষে ৫ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তবে এই সংঘর্ষে দুই জওয়ানও আহত হয়েছেন। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে সেখানে। সেই আশঙ্কায় তল্লাশি অভিযান চলছে।
কুলগাঁও জেলার বেহিবাগের কাদ্দার গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এই সংঘর্ষটি হয়। দুই পক্ষের মধ্যো গোলাগুলি বিনিময় হয়। সেনার তরফে খবর, সন্ত্রাসবাদীদের উপস্থিতি জানতে পেরেই কুলগাঁওয়ে যৌথ অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে গিয়ে জওয়ানরা জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এদিকে আতঙ্কবাদীরা কোনওরকম প্ররোচনা ছাড়া জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তখনই তার জবাব দেন জওয়ানরাও।
প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর মিলছে। তারপরই নিরাপত্তা বাহিনী উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। দুই মাস আগে, ২৮ অক্টোবর, জম্মুর আখনুর এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে তিন সন্ত্রাসবাদী নিহত হয়। তারপর সেনার কনভয়ে অতর্কিত হামলা চালায়। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। এই অভিযানে তিন সন্ত্রাসবাদী নিহত হয়। মৃতদেহের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।
জানা যায়, একটি সেনা অ্যাম্বুলেন্স গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন গ্রামে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তখনই সেনাবাহিনীর সদস্যরা গ্রাম এবং আশেপাশের এলাকাগুলিকে ঘিরে ফেলে এবং সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীবাদীদের শনাক্ত করে ও নিকেশ করে।