scorecardresearch
 

Nehru: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনদের লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি PM মিউজিয়ামের

জওহরলাল নেহেরুর পাঠানো বিখ্যাত ব্যক্তিদের চিঠি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে আর্জি জানাল প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। PMML সোসাইটির সদস্য রিজওয়ান কাদরি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। সেখানে জওহর লাল নেহরুর সঙ্গে সম্পর্কিত নথির '51 বক্স' সংগ্রহশালায় তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন।  

Advertisement

জওহরলাল নেহেরুর পাঠানো বিখ্যাত ব্যক্তিদের চিঠি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে আর্জি জানাল প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। PMML সোসাইটির সদস্য রিজওয়ান কাদরি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। সেখানে জওহর লাল নেহরুর সঙ্গে সম্পর্কিত নথির '51 বক্স' সংগ্রহশালায় তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন।  

রিজওয়ান কাদরি জানিয়েছেন, ২০০৮ সালে, ইউপিএ শাসনামলে, ৫১টি বাক্সে প্যাক করা নেহরুর ব্যক্তিগত চিঠি সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এডউইনা মাউন্টব্যাটেন, আলবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসাফ আলী, বাবু জগজীবন রাম এবং গোবিন্দ বল্লভ পন্ত প্রমুখকে এই চিঠিগুলি লিখেছিলেন জওহরলাল নেহেরু। পিএমএমএল সদস্য রিজওয়ান কাদরি ১০ ডিসেম্বর রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। এর আগে তিনি সেপ্টেম্বরে সোনিয়া গান্ধীকে চিঠিও লিখেছিলেন।

১৯৭১ সালে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরিতেই দেওয়া হয়েছিল

PMML জানিয়েছে, এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অসীম। চিঠিগুলি ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়াল নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে (বর্তমানে পিএমএমএল) এসেছিল। পরে ২০০৮ সালে তা সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়। সেগুলিরই অরিজিনাল বা অন্ততপক্ষে ফটোকপি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কাছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, 'আমরা বুঝতে পারছি যে এই নথিগুলির 'নেহরু পরিবারে' ব্যক্তিগত গুরুত্ব থাকবে। তবে, PMML-এর বিশ্বাস, এই ঐতিহাসিক নথিগুলি জনসাধারণের হাতের নাগালে থাকলে তা পড়াশোনা এবং গবেষকদের ব্যাপকভাবে উপকৃত করবে।'

জানা গিয়েছে, সম্প্রতি পিএমএল সোসাইটির মেয়াদ কয়েক মাস বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। PMML-এর সহ-সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। PMML-এর সভাপতির পদে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুর এর ২৯ সদস্যের মধ্যে রয়েছেন।

১৫ জুন, ২০২৩-এ অনুষ্ঠিত NMML সোসাইটির একটি সভায়, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি' রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

Advertisement