scorecardresearch
 

আগামী বছরেই ফিরছে জেট এয়ারওয়েজ, দাম বাড়ল সংস্থার শেয়ারের

সব ঋণ মিটিয়ে আগামী বছরে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ সংস্থা। সম্প্রতি এমনই আশার কথা শুনিয়েছেন সংস্থার আধিকারিকেরা। এরপরই জেট এয়ারওয়েজের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। 

Advertisement
আগামী বছরে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ সংস্থা আগামী বছরে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ সংস্থা
হাইলাইটস
  • ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান
  • সব ঋণ মিটিয়ে আগামী বছরে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ সংস্থা
  • যাত্রীসংখ্যার হিসেবে দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ছিল জেট

ভারতের একসময়ের অন্যতম বড় উড়ান সংস্থা জেট এয়ারওয়েজ ঋণের ভারে জর্জরিত হয়েছিল। সেই জেরে লকডাউন শুরু হতে এপ্রিল থেকেই বন্ধ হয়ে গিয়েছে উড়ান। তবে এবার সেই সব ঋণ মিটিয়ে আগামী বছরে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ সংস্থা। সম্প্রতি এমনই আশার কথা শুনিয়েছেন সংস্থার আধিকারিকেরা। এরপরই জেট এয়ারওয়েজের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। 

সংস্থার নতুন মালিক মুরালিলাল জালান ও কারলক ক্যাপিটালের তরফে জানান হয় যে সব ঠিক থাকলে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই আবার শুরু হতে পারে উড়ান। এবার দেশীয় ও আন্তর্জাতিক দুই ধরনের উড়ানই নতুন করে শুরু করতে চায় তারা। গত ২৫ বছর ধরে জেট এয়ারওয়েজের এক গৌরবময় ইতিহাস রয়েছে। জেট ২.০-এর মধ্য দিয়ে তাকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। 

প্রসঙ্গত, ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান। একসময় যাত্রীসংখ্যার হিসেবে দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ছিল জেট। জেট এয়ারওয়েজের ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে পুরনো নামই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেট ২.০ প্রোগামে আগের মতোই দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু সংস্থার কেন্দ্র থাকবে। তবে অন্যান্য শহরেও কেন্দ্র গড়ে তোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ফ্রেইট এবং কার্গো বিমান চালানো হবে বলেও জানান হয়।

Advertisement