বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের জমানায় হিন্দুরা অত্যাচারের শিকার। তাঁর নোবেল শান্ত পুরষ্কার ফিরিয়ে নেওয়া হোক। এই মর্মে আবেদন জানালেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছেন,'নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন। চোখ বুজে রয়েছেন ইউনূস'। তিনি আরও লিখেছেন,'হিন্দুদের নরসংহার করা হচ্ছে। হিন্দু মন্দির ও বাড়িঘরে চলছে ভাঙচুর। সেই সঙ্গে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। হিন্দুদের দুর্গাপুজোয় ব্যাঘ্যাত দেওয়া হচ্ছে। হিন্দু নেতাদের আইনি এবং শারীরিক হুমকিও দেওয়া হচ্ছে বাংলাদেশে'।
ইউনূসের ষড়যন্ত্রেই গণহত্যা সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গ এসেছে জ্যোতির্ময়ের চিঠিতে। বিজেপি সাংসদ লিখেছেন,'একটা সময় সমাজ সংস্কারক ছিলেন ইউনূস। তিনিই এখন হিন্দুদের কসাই হয়ে উঠেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাঁর সরকার। নিজের সেই ব্যর্থতা ঢাকতে ভারতবিরোধী প্রচারও চালাচ্ছেন'।
I write with anguish as Hindus in Bangladesh face unspeakable horrors under Muhammad Yunus’s leadership—mass killings, temple destruction & persecution. Nobel Committee, how can a 'peace laureate' allow this? Act now to condemn these atrocities & uphold the Prize's integrity.… pic.twitter.com/ri4tc4bnx1
আরও পড়ুন
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) December 6, 2024
মহম্মদ ইউনূসের নোবেল পুরষ্কার ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,'এ ব্যাপারে আমি কোনও মত দিতে পারি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই ধরনের ব্যক্তিদের কেন নোবেল পুরষ্কার দেওয়া হল? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়'।