scorecardresearch
 

'লাভ ইজ ৪০ পার্সেন্ট', কংগ্রেসের তরফে বিজেপিকে ভ্যালেন্টাইন্স ডে-র 'বিশেষ' বার্তা

ভ্যালেন্টাইনস ডে-তে কংগ্রেসকে ভালোবাসার বার্তা দিচ্ছে বিজেপি! কর্নাটকে কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর মন্ত্রিসভার সদস্য-সহ রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশে বেশকিছু ক্যারিকেচার মিম তৈরি করেছে। কর্নাটক কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ওই ক্যারিকেচারগুলো শেযার করা হয়েছে। যাতে লেখা হয়েছে, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, বিজেপির পক্ষ থেকে।

Advertisement
কংগ্রেসের মিমের ছবি। কংগ্রেসের মিমের ছবি।
হাইলাইটস
  • ভ্যালেন্টাইনস ডে-তে কংগ্রেসকে ভালোবাসার বার্তা দিচ্ছে বিজেপি!
  • কর্নাটকে কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর মন্ত্রিসভার সদস্য-সহ রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশে বেশকিছু ক্যারিকেচার মিম তৈরি করেছে।

ভ্যালেন্টাইনস ডে-তে কংগ্রেসকে ভালোবাসার বার্তা দিচ্ছে বিজেপি! কর্নাটকে কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর মন্ত্রিসভার সদস্য-সহ রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশে বেশকিছু ক্যারিকেচার মিম তৈরি করেছে। কর্নাটক কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ওই ক্যারিকেচারগুলো শেযার করা হয়েছে। যাতে লেখা হয়েছে, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, বিজেপির পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের একটি ব্যঙ্গচিত্র শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, হাতে একটি গিটার এবং বুকে ৪০ শতাংশ লেখা। অভিযোগ, রাজ্যের মন্ত্রীরা সরকারী কাজের জন্য ৪০ শতাংশ কমিশন নেয়। সেই ইঙ্গিতই করেছে কংগ্রেস। লেখা হয়েছে,  "বিজেপির 40% এর জন্য বিশুদ্ধ ভালবাসা রয়েছে। 40% কমিশনের প্রতি তাদের ভালবাসা রোমিও এবং জুলিয়েটের ভালবাসার চেয়েও বেশি আবেগপূর্ণ!!"

বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটেলকে কটাক্ষ করে টুইট করা হয়েছে "বিজেপির লোকেরা গরুর সঙ্গে ফ্লার্ট করে, প্রেম নয়!" উল্লেখ্য, তিনি কর্নাটকে গোহত্যা বিরোধী আইন নিয়ে কংগ্রেসর সমালোচনা করেছিলেন।
ওই টুইট সিরিজে কংগ্রেস বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকেও আক্রমণ করেছে। যাকে ইন্ডিগো বিমানের জরুরি প্রস্থানের দরজা খুলে ফেলার জন্য অভিযুক্ত করা হয়েছিল।

ওই মিম সিরিজে আক্রমণ করা অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে সুধাকর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাসানাগৌদা পাতিল, বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র।

আরও পড়ুন-রাহুলের বিমান নামতে দেওয়া হল না বারাণসীতে, অভিযোগ অস্বীকার বিমানবন্দরের

 

Advertisement