scorecardresearch
 

UPA নয়, লোকসভায় বিরোধী জোটের নাম I.N.D.I. A, ফুল ফর্ম কী?

বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই, দুদিন ধরে চলল ২৬টি বিরোধী দলের বৈঠক। সোমবার রাতে একসঙ্গে নৈশভোজও করেন বিরোধী দলের নেতানেত্রীরা। ডিনারেই প্রস্তাব রাখা হয় নতুন নাম নিয়ে। আজ অর্থাত্‍ মঙ্গলবার বৈঠকে 'INDIA' নাম রাখা হয় বিরোধী জোটের।

Advertisement
বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক-- পিটিআই বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক-- পিটিআই
হাইলাইটস
  • বিরোধী জোটের নতুন নাম
  • মোদীকে আক্রমণ কেজরিওয়ালের
  • প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় কংগ্রেস

লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটের মহা বৈঠকে বিরোধী জোটের নাম স্থির হয়ে গেল। লোকসভা ভোটে বিরোধী জোটের নাম 'INDIA'। এতদিন যে জোটের নাম ছিল UPA, তা বার বদলে হল 'INDIA'। 'INDIA'-র জোটের পুরো নাম 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'।

বিরোধী জোটের নতুন নাম

বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই, দুদিন ধরে চলল ২৬টি বিরোধী দলের বৈঠক। সোমবার রাতে একসঙ্গে নৈশভোজও করেন বিরোধী দলের নেতানেত্রীরা। ডিনারেই প্রস্তাব রাখা হয় নতুন নাম নিয়ে। আজ অর্থাত্‍ মঙ্গলবার বৈঠকে 'INDIA' নাম রাখা হয় বিরোধী জোটের।

আরও পড়ুন

মোদীকে আক্রমণ কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'প্রধানমন্ত্রী মোদী ১০ বছরের জন্য দেশ শাসনের ভার পেয়ে প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ করে ছেড়েছেন। তিনি (নরেন্দ্র মোদী) দেশের মানুষের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করেছেন। অর্থনীতি গোল্লায় গিয়েছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। এ বার ভারতের জনগণের কাছে সময় এসেছে হেস্তনেস্ত করার। এ জন্যই সমমনস্ক দলগুলি একসঙ্গে এসেছে।'

বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক
বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক

প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় কংগ্রেস

প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় কংগ্রেস। বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-কে হারানোর স্ট্র্যাটেজি বেঙ্গালুরুতে বসে ছকল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ ২৬টি বিরোধী দল।

মল্লিকার্জুন খাড়গের কথায়, 'কংগ্রেস কুর্সির প্রতি আগ্রহী নয়। প্রধানমন্ত্রী পদেরও লোভ নেই। আমাদের এই মিটিংয়ের লক্ষ্য, নিজেদের শক্তিশালী করা। সংবিধান, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায়কে সুরক্ষিত করা। আমরা ২৬টি দলের ১১টি রাজ্যে সরকার রয়েছে। বিজেপি একার জোরে ৩০৩টি আসন পায়নি। জোটসঙ্গীদের নিয়ে পেয়েছে। তারপর তাদের ছুড়ে ফেলে দিয়েছে।'

Advertisement

যে সব বিরোধী দলগুলি বৈঠক করল, বিভিন্ন রাজ্যে তাদেরই মধ্যে আবার রাজনৈতিক লড়াই চলে। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধী বাম ও কংগ্রেস। এই ধরনের দ্বন্দ্ব প্রসঙ্গে কংগ্রেস সভাপতির বক্তব্য, 'আমরা জানি, রাজ্যস্তরে আমাদের কিছু মতপার্থক্য আছে। কিন্তু সেই মতপার্থক্য আদর্শগত নয়। এতটাও বড় মতপার্থক্য নয় যে, দেশের মধ্যবিত্তি, যুব সম্প্রদায়, গরিব মানুষ, আদিবাসী, সংখ্যালঘুদের অধিকার নিঃশব্দে ছিনিয়ে নেওয়াকে রুখতে তা পিছিয়ে দিতে পারি।' 


Advertisement