scorecardresearch
 

আপনি কি 'INDIA'কে নেতৃত্ব দেবেন? শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রশ্নে মমতা যা বললেন

মানুষের সমর্থন পেলে কালই আমরা ক্ষমতায় আসতে পারি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখনই রনিল বিক্রমাসিঙ্ঘ I.N.D.I.A জোটের বিষয়ে জানতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব দেবেন কিনা, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। আর তার উত্তরে মমতা বলেন, 'যদি মানুষ আমাদের সমর্থন করে, আমরা কালই ক্ষমতায় এসে যেতে পারব।'

Advertisement
 শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মানুষের সমর্থন পেলে কালই আমরা ক্ষমতায় আসতে পারি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বুধবার দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • রনিল বিক্রমাসিঙ্ঘ I.N.D.I.A জোটের বিষয়ে জানতে চান।

মানুষের সমর্থন পেলে কালই আমরা ক্ষমতায় আসতে পারি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখনই রনিল বিক্রমাসিঙ্ঘ I.N.D.I.A জোটের বিষয়ে জানতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব দেবেন কিনা, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। আর তার উত্তরে মমতা বলেন, 'যদি মানুষ আমাদের সমর্থন করে, আমরা কালই ক্ষমতায় এসে যেতে পারব।'

রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে যদিও এদিন তাঁর দেখা করার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না। ১২ দিনের সফরে দুবাই এবং স্পেন গিয়েছেন মুখ্যমন্ত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে হঠাৎই লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। মুখ্যমন্ত্রী এই বিষয়ে এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, 'আমাকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দেখতে পান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘ। কিছুক্ষণ কথা বলার জন্য তিনি আমাকে ডেকে নেন। ওনার শুভেচ্ছাবার্তায় আমি আপ্লুত। আমি তাঁকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩ উপলক্ষে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমাকে সেখানে যাওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।'

২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র বিরদ্ধে লড়তে একজোট হয়েছে বিরোধী দলগুলি। একসঙ্গে 'ইন্ডিয়া' জোট গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কংগ্রেস, টিএমসি, এনসিপি, শিবসেনা উদ্ধব গোষ্ঠী, আরজেডি, এএপি, জেডিইউ, সিপিআই, সিপিএম, জেএমএম সহ মোট ২৬টি দল অংশ নিয়েছিল। যদিও পরে আরও দু'টি দল এতে যোগ দেয়। তবে বিরোধী দলগুলি জোটে প্রধানমন্ত্রী পদ প্রার্থী কে হবেন, সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।  

আরও পড়ুন

Advertisement