বাজেট (Budget 2021) নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনায় তৃণমূল (TMC) নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, "ভারতের প্রথম কাগজবিহীন বাজেট। রেল, বিমানবন্দর, বন্দর, বিমা ও পিএসইউ বিক্রি হয়ে গেছে। ওরা গোটা দেশটাকে বিক্রি করে দেবে।" একইসঙ্গে মমতার প্রশ্ন, "যারা দেশটাকে বিক্রি করে দিতে চায়, তারা কীভাবে জাতীয়তাবাদের কথা বলে?" এদিনই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মাল সীতারমন (Nirmala Sitharaman)। তাতে দেখা গেছে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এক লাফে বেড়েছে ২৫ শতাংশ। অর্থাত বিমাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। একইসঙ্গে এলআইসির আয় বৃদ্ধি করতে খোলা বাজারে শেয়ার বিক্রির কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অন্যদিকে এদিন বিদ্রোহী ও দলত্যাগী তৃণমূল নেতাদের চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে যাওয়ার ঘটনাকেও তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, "পরিযায়ী শ্রমিকদের ভাড়া দেওয়ার সময় তাদের টাকা নেই, কিন্তু যারা কোটি কোটি টাকা লুঠ করেছে তাদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে চার্টার্ড ফ্লাইটে।" প্রসঙ্গত সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল ও রুদ্রনীল ঘোষ দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের রাজ্যে থেকে নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড বিমান পাঠানো হয়েছিল বলেই খবর।
যদিও রাজ্যে ফিরে ডুমুরজলার সভা থেকে নাম না করে তৃণমূল ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফের একবার রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে রাজীব স্লোগান তোলেন "চলুন পাল্টাই"। রাজীবের আক্রমণ, "যখন কেউ ওই দলে যোগ দেন তখন বলা হয় উন্নয়নের জন্য যোগদান, কিন্তু যখন কেউ ওই দল ছেড়ে অন্য দলে যান তখন বলা হয় গদ্দার। এর বিচার মানুষ করবেন। আপনারা যত অপশব্দ প্রয়োগ করবেন তত আমাদের ওপরে আশীর্বাদ আসবে, জেদ বাড়বে, সাহস বাড়বে।" তিনি আরও বলেন, "২০২১-এ সারা বাংলায় পদ্মফুল ফুটবে, এটা আমাদের শপথ, এটা আমাদের চ্যালেঞ্জ।" রাজীব বলেন, "অমিত শাহজিকে বাংলার জন্য স্পেশাল প্যাকেজের কথা বলেছি। বিজেপি ক্ষমতায় এলে এখানে শিল্প হবে। আগামিদিনে কেন্দ্র ও রাজ্যে এক সরকার হোক। আমাদের চাই ডবল ইঞ্জিন সরকার।"