মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার শুরুতেই অমিতাভ বচ্চনের বাড়িতে পৌঁছে গেলেন। বুধবার, মমতা বন্দ্যোপাধ্যায় I.N.D.I.A জোটের তৃতীয় সম্মেলনে যোগ দিতে মুম্বইতে পৌঁছে যান। বৈঠকের আগে অমিতাভ বচ্চনের বাসভবন জলসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। খোদ জয়া বচ্চনে আমন্ত্রণেই সেখানে পৌঁছে যান তিনি।
এদিন মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান আদিত্য ঠাকরে। এএনআই সূত্রে খবর, রাখি পূর্ণিমা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়িতে চায়ের আসরে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকাল ধরেই অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চনের সুসম্পর্ক।
এর আগে ২০২২ সালে, অমিতাভ বচ্চন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF) উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্ন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
'যদিও আনুষ্ঠানিকভাবে নয়, তবে বাংলা থেকে, আমরা একটি দাবিটি উত্থাপন করব। অমিতাভ বচ্চনের এত দীর্ঘ সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তাঁকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হোক,' বলেছিলেন তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অভিনেতা-সাংসদ জয়া বচ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচার চালিয়েছিলেন।
আপাতত অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতির পঞ্চোদশ সিজন নিয়ে ব্যস্ত। সম্প্রতি অনুপম খের এবং বোমান ইরানি অভিনীত সূরজ বরজাতিয়ার 'উঁচাই' সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে।'কালকি ২৮৯৮ এডি' সিনেমায় দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গেও অভিনয় করবেন তিনি। ১২ জানুয়ারি, ২০২৪-এ এই সিনেমাটি রিলিজ হবে। এছাড়াও পরিচালক রিভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন 84'-তেও কাজ করছেন। ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক ব্যানার্জি এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন।