scorecardresearch
 

Mamata Banerjee: 'দরকার হলে আমরাও যাব...' হরিয়ানা-পঞ্জাব সীমানায় আন্দোলনরত কৃষকদের ফোন মমতার

হরিয়ানা-পঞ্জাব সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে 'কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই' করার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। শুধু তাই নয়, কৃষকদের দাবি নিয়ে সংসদে সরব হওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা। 

Advertisement
হাইলাইটস
  • আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁদের সঙ্গে 'কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই' করার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।
  • কৃষকদের দাবি নিয়ে সংসদে সরব হওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা। 

হরিয়ানা-পঞ্জাব সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে 'কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই' করার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। শুধু তাই নয়, কৃষকদের দাবি নিয়ে সংসদে সরব হওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা। 

হরিয়ানা-পঞ্জাব সীমানায় খনউরিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েন। ডেরেকই আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে মমতার কথা বলান। কৃষকদের উদ্দেশে মমতা বলেন, 'শত অত্যাচার সত্ত্বেও আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন। নিজেদের অবস্থান থেকে সরেননি। আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। আপনাদের যা চাহিদা রয়েছে, তা আমাকে জানাতে পারেন। যদিও আমাদের সরকার আসেনি, কিন্তু চাহিদা পূরণ করার চেষ্টা করব।' মোদী সরকারকেও নিশানা করেছেন মমতা। বলেছেন, 'এই সরকার গড়বড় সরকার, নড়বড়ে সরকার। আপনারা আন্দোলন জারি রাখুন। দরকার হলে আমরাও যাব।'

কৃষকদের সংগঠনের তরফে যৌথ বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, অবিলম্বে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু ছাড়াও স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ফসলের দাম স্থির করতে হবে। তাছাড়া গ্রেফতার হওয়া কৃষকদের মুক্তি এবং প্রবীণ কৃষক-মজদুরদের অবসরকালীন ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। 

আরও পড়ুন

এবার শরিক দলের উপর নির্ভর করে সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। এই আবহে কৃষক অসন্তোষের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে যেভাবে সরব হলেন মমতা, তা এই পর্বে আলাদা গুরুত্ব পেয়েছে। 

লোকসভা ভোটের সময় থেকে শুরু হয়েছে কৃষকদের আন্দোলন। সেই আন্দোলন এখনও অব্যাহত। রবিবারই তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার তৃতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরেই মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। 

Advertisement


 

Advertisement