ইউটিউব দেখে গলব্লাডারের স্টোন অপারেশন করতে গিয়ে বিপত্তি। ভুয়ো চিকিৎসকের হাতে প্রাণ খোয়াল এক যুবক। তার বয়স ১৫ বছর। সেই যুবকের পেটে ব্যথা ও বমি শুরু হয়। তাকে জোর করে অপারেশন করানো হয় বলে অভিযোগ। তার জেরে মারা যায় যুবক। এখন ওই ভুয়ো ডাক্তার পলাতক। তার ঘোঁজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ওই হাসপাতাল চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তার তদন্তও শুরু করেছেন তদন্তকারীরা।
ঘটনাটি বিহারের সারন জেলার। মাধাউরায় ক্লিনিক রয়েছে অজিত কুমার পুরী নামের এক ব্যক্তির। এলাকায় নিজেকে ডাক্তারবাবু হিসেবে পরিচয় দিতেন তিনি। সেই ক্লিনিতে শুক্রবার রাতে যান ১৫ বছরের ওই কিশোর। তার পেটে ব্যথা হচ্ছিল, বমিও করছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, অজিত নামের ওই ব্যক্তি পরিবারের সদস্যদের জিজ্ঞাসা না করেই অপারেশনের প্রস্তুতি শুরু করে দেন। মোবাইলে ইউটিউব দেখতে দেখতে অপারেশনও শুরু করে দেন তিনি।
এদিকে অপারেশন শুরু হওয়ার পর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে থাকেন। অজিত তখন বলেন, 'ডাক্তার তো আমি। আমি বুঝে নেব।'
পরিস্থিতি বেগতিক দেখে সেই ভুয়ো ডাক্তার পাটনায় হাসপাতালে নিয়ে যেতে চায় যুবককে। কিন্তু মাঝ রাস্তায় মারা যায় রোগী। তখন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
এদিকে ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফে। অজিত ভুয়ো ডাক্তার হয়েও দিনের পর দিন চিকিৎসার নামে টাকা তুলছে, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। ওই ক্লিনিকের স্টাফদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে কিশোরের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত তার তদন্ত শুরু হয়েছে।