সাইবার জালিয়াতির শিকার হলেন প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া শিবঙ্কিতা দীক্ষিত। জালিয়াতরা তাঁকে দুঘণ্টা ভিডিও কলের মাধ্যমে তাঁকে ডিজিটাল গ্রেফতার করা হয়েছে বলে আটকে রাখে। এবং তারপরে ৯৯ হাজার টাকা আত্মসাৎ করে। প্রতারক একজন সিবিআই অফিসার পরিচয় দিয়ে শিবঙ্কিতাকে হুমকি দেয় যে, মানি লন্ডারিং এবং শিশু অপহরণের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন শিবঙ্কিতা। বর্তমানে তিনি সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করেছেন।
আগ্রার মানস নগরের বাসিন্দা শিবঙ্কিতা দীক্ষিত ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কাছে একটি অজানা ফোন আসে। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই ফোনে এক ব্যক্তি শিবঙ্কিতাকে বলে, তাঁর আধার কার্ডে নিবন্ধিত সিমে দিল্লিতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। মানব পাচার, মানি লন্ডারিং এবং শিশু অপহরণের জন্য মুক্তিপণের অর্থ এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
এভাবেই প্রতারণার ফাঁদে পড়ে ভিডিও কলে কথা বলা শুরু করেন শিবঙ্কিতা। ভিডিও কলে এক ব্যক্তিকে পুলিশের পোশাকে দেখা গেছে। তাঁর ইউনিফর্মে ছিল তিনটি তারা ছিল। লেখা ছিল সাইবার পুলিশ দিল্লি। একের পর এক চার কর্মকর্তার সঙ্গে কথা হয়। একজন মহিলা অফিসারের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিষয়টির নিষ্পত্তি করতে হবে, নাহলে গ্রেফতার হতে হবে। শিবঙ্কিতা প্রতারকের উল্লেখিত অ্যাকাউন্টে দুবার অনলাইনে ৯৯,০০০ টাকা পাঠিয়েছে।
এরপর সঞ্জয় দীক্ষিত মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। শিবঙ্কিতা বলেন যে, আমি প্রথমে ১৯৩০ হেল্পলাইনে ফোন করে অভিযোগ করি এবং তারপর ইমেইলের মাধ্যমে সাইবার ক্রাইম সেলের কাছে অভিযোগ পাঠাই।