আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের (Kolkata Doctor Rape-Murder) ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই ঘটনার প্রসঙ্গ তুললেন একেবারে স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে। বললেন, 'আমাদের মা, বোন এবং কন্যাদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে মানুষ ক্ষুব্ধ।'
অপরাধের শাস্তি হওয়া উচিত এবং তদন্ত দ্রুত করা উচিত: মোদী
গত ৯ অগাস্টে কলকাতায় নৃশংস ঘটনার প্রতিবাদে তোলপাড় চলছে দেশজুড়ে। কলকাতা থেকে শুরু করে গোটা দেশে চলছে প্রতিবাদ। বিচার চাইছে ভারত। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিদেশেও। এহেন পরিস্থিতিতে মোদী বললেন, 'যখন দেশে নারীদের প্রতি অত্যাচারের ঘটনা ঘটে, তখন মনে ব্যথা হয়। আজ নারীরা সব ক্ষেত্রেই শক্তি দেখাচ্ছেন, তাঁদের নেতৃত্বও বেড়েছে। কিন্তু নারীর প্রতি অত্যাচারের ঘটনা ঘটলেই উদ্বেগ থাকে। যত তাড়াতাড়ি সম্ভব মহিলাদের বিরুদ্ধে অপরাধের শাস্তি হওয়া উচিত এবং তদন্ত দ্রুত করা উচিত।'
#WATCH | PM Narendra Modi says, "...I would like to express my pain once again, from the Red Fort today. As a society, we will have to think seriously about the atrocities against women that are happening - there is outrage against this in the country. I can feel this outrage.… pic.twitter.com/2gQ53VrsGk
আরও পড়ুন
— ANI (@ANI) August 15, 2024
'ভয় সৃষ্টি করাই সময়ের দাবি'
আরজি কর হাসপাতালের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করে মোদী বললেন, 'আমাদের মা, বোন এবং কন্যাদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে মানুষ ক্ষুব্ধ। এই ক্ষোভকে গুরুত্ব সহকারে নিতে হবে। যারা জঘন্য কাজ করে তাদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া উচিত। যারা জঘন্য কাজ করে তাদের মধ্যে ভয় সৃষ্টি করাই সময়ের দাবি।'
'অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে'
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ আমি আবার লালকেল্লা থেকে আমার ব্যথা প্রকাশ করতে চাই। নারীর প্রতি নৃশংসতা নিয়ে সমাজর অংশ হিসেবে আমাদেরকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এ নিয়ে দেশে ক্ষোভ বিরাজ করছে। আমি এই রাগ অনুভব করতে পারি। দেশ, সমাজ এবং রাজ্য সরকারগুলিকে এটি গুরুত্ব সহকারে নিতে হবে। নারীর বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত হওয়া উচিত, যারা এই জঘন্য কাজ করে তাদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তি দেওয়া উচিত। এটি সমাজে আস্থা জাগানোর জন্য গুরুত্বপূর্ণ।'
'পাপীদের মধ্যে ভয় সৃষ্টি করা প্রয়োজন'
মোদীর কথায়,'যখনই ধর্ষণ বা মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনা ঘটে, তখনই তা ব্যাপকভাবে আলোচিত হয়। কিন্তু এই ধরনের পৈশাচিক প্রবণতাসম্পন্ন ব্যক্তিকে যখন শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে থাকে না বরং এক কোণায় সীমাবদ্ধ থাকে। সময়ের দাবি এই যে, যারা শাস্তি পাচ্ছে, তাদের নিয়ে একটা ব্যাপক আলোচনা হওয়া উচিত, যাতে যারা পাপ করে, তারা বুঝতে পারে যে, এর ফলে মৃত্যুদণ্ড হয়। আমি মনে করি এই ভয় তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।'