ভারত থেকে ধীরে ধীরে বিদায় নেওয়া শুরু করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার নির্যাস, এবার বর্ষা বিদায়ের পূর্বাভাস জানিয়ে দিল মৌসম ভবন (IMD)। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করে। এ বছর ৮ দিন পর সেই প্রক্রিয়া শুরু হল।
বর্ষা বিদায় নেওয়া শুরু
IMD জানাচ্ছে, ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হয়ে গিয়েছে। এই বছর সব মিলিয়ে ১৩ দিন পর বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর-পশ্চিম ভারত থেকেই প্রথমে বর্ষা বিদায় নেওয়া শুরু করে। তারপর ধীরে ধীরে গোটা দেশ থেকেই বিদায় নেয়।
পশ্চিমবঙ্গ থেকে বর্ষা কবে বিদায়?
সাধারণত ৮ জুলাই কেরলে প্রবেশ করে বর্ষা। ১৭ সেপ্টেম্বর থেকে বিদায় নেওয়া শুরু করে। ১৫ অক্টোবরের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেয় বর্ষা। যদিও পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা।
বাংলায় বৃষ্টির পরিমাণ ৩ দিন কমবে
আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে, তা জারিই থাকবে। দক্ষিণবঙ্গের জেরাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ অর্থাত্ ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ২৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ থেকে ৩ দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।
Weekly Weather forecast of West Bengal (21st to 27th September, 2023)https://t.co/VPtmnjQdeF
— IMD Kolkata (@ImdKolkata) September 21, 2023
সাধারণত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় ৮ থকে ১২ অক্টোবরের মধ্যে। যেহেতু গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেওয়া এবছর দেরিতে শুরু হয়েছে, তাই বাংলা থেকেও বর্ষা বিদায় নিতে খানিক দেরি হতে বলেই মনে করা হচ্ছে।