'ক্যাশ ফর কোয়ারি' বিতর্কে বড় তথ্য সামনে এল। সূত্রের খবর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংসদ হিসেবে ১৪ বার বিদেশ সফর করেছেন, যার হিসেব ছিল না। সূত্রের মতে, এই সফরগুলির তথ্য লোকসভার স্পিকারের অফিসে দেওয়া হয়নি। এমনও জানা গিয়েছে যে মহুয়া মৈত্রর লোকসভা পোর্টালে ৪৭ বার দুবাই থেকে লগইন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে টিভি-কে জানিয়েছে।
মহুয়া মৈত্রর বিদেশ সফর নিয়ে একটা তথ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে যে তিনি বহু দেশ সফর করেছেন। তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, ব্রিটেন, বাংলাদেশ-সহ নানা দেশ। ব্যবসায়ী দর্শন হীরানন্দানি থাকেন দুবাইয়ে। আর দুবাই অবস্থিত সংযুক্ত আরব আমিরশাহিতে।
মহুয়া মৈত্রের বিদেশ সফর:
এদিকে, মহুয়া মৈত্র বুধবার বলেছেন যে তিনি সংসদের এথিক্স কমিটির সামনে ২ নভেম্বর বৃহস্পতিবার হাজিরা দেবেন। এক্স হ্যান্ডেলে তিনি একটি চিঠিও পোস্ট করেছেন। যেখানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরাইকে পাল্টা জিজ্ঞাসাবাদ করার ইচ্ছার কথা উল্লেখ করেছেন। এই আইনজীবীই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নেওয়া-সহ নানা অভিযোগ এনেছেন। এছাডা়ও ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও পাল্টা জিজ্ঞাসাবাদ করার ইচ্ছার কথা জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। লোকসভার এথিক্স কমিটির কাছে জমা দেওয়া হলফনামায় হীরানন্দানি দাবি করেছেন যে মহুয়া মৈত্র সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড তাঁর সঙ্গে শেয়ার করেছিলেন, যাতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করার জন্য আদানি গ্রুপ সম্পর্কে প্রশ্ন পোস্ট করতে পারেন।