ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক পথচারীকে ধাক্কা বাসের। যার জেরে প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন ৪৯ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসের চালককেও গ্রেফতার করেছে পুলিশ। মুম্বইয়ের কুরলা এলাকায় সোমবার রাত পৌনে দশটা নাগাদ এই ঘটনা ঘটে।
বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই এবং পরিবহণ বিভাগের ৩৩২ নম্বর রুটের ওই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর তা ধাক্কা মারে একের পর এক পথচারী ও গাড়িতে। তারপর তা একটি হাউসিং কমপ্লেক্সের দেওয়ালে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায়। ঘটনাস্থলে কয়েকজন মারা যান। আহতদেহ উদ্ধার করতে সেখানে আসে অ্যাম্বুলেন্স। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কুরলা থেকে অন্ধেরির দিকে যাচ্ছিল বাসটি। তখনই এই দুর্ঘটনা। ঠিক কীভাবে দুর্ঘটনা হল তা সিসিটিভিতে ধরা পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারার সময় এলাকায় হৈচৈ পড়ে যায়। দেওয়ালে ধাক্কা মারার পরই বাসটি থামে।
এদিকে ঘটনার পর সেখানে আসে ফরেন্সিক টিম। পুলিশের এক আধিকারিক এই ঘটনা নিয়ে বলেন, 'কুরলায় এই দুর্ঘটনা হয়েছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা আহত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
পুলিশ সূত্রে খবর, বাস চালকের শারীরিক পরীক্ষা হয়েছে। বাস চালানোর সময় তিনি মদ্যপ ছিলেন কি না সেটা খতিয়ে দেখা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হবে।
অভিযুক্ত চালককে আজ দুপুর ২ টোয় আদালতে হাজির করা হবে। বাসের মধ্যে কোনও ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে। সঞ্জয় মোরে নামে ওই চালক ১ ডিসেম্বরেই ওই বাসের চালক হিসেবে যোগ দেন। কুরলা থানায় চালকের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা দায়ের করেছে পুলিশ। বিএনসির ১০৫, ১১০, ১১৮ (১) এবং ১১৮ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালকের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সেই সঙ্গে তার রক্তে অ্যালকোহলের পরিমাণ আছে কি না তা পরীক্ষা করা হবে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন না।