scorecardresearch
 

Mangal Prabhat Lodha: 'মুম্বই বাংলা হয়ে যাবে যদি...' ভোট প্রচারে গুরুতর দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

'ভুল করলে মুম্বইও বাংলার মতো হয়ে যাবে,' নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা। তিনি দাবি করেন, 'MVA-কে ভোট দিলে মুম্বইতে হিন্দু উৎসব বন্ধ হয়ে যাবে।' ভোটের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

Advertisement
বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর। বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর।
হাইলাইটস
  • 'ভুল করলে মুম্বইও বাংলার মতো হয়ে যাবে,' নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা।
  • তিনি দাবি করেন, 'MVA-কে ভোট দিলে মুম্বইতে হিন্দু উৎসব বন্ধ হয়ে যাবে।'
  • ভোটের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

'ভুল করলে মুম্বইও বাংলার মতো হয়ে যাবে,' নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা। তিনি দাবি করেন, 'MVA-কে ভোট দিলে মুম্বইতে হিন্দু উৎসব বন্ধ হয়ে যাবে।' ভোটের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

এদিন মঙ্গল প্রভাত লোধা বলেন, 'মুম্বইয়ে বোমা বিস্ফোরণ হত। দাউদ ইব্রাহিম বোমা মেরে কত নিরীহ মানুষকে হত্যা করেছিল?

আরও বলেন, 'দাউদ ইব্রাহিম দুবাই পালিয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু তার স্লিপার সেল এখনও মুম্বইয়ে রয়েছে। এই স্লিপার সেল ভোট জিহাদ চালায়। এগুলো বন্ধ না হলে হিন্দু উৎসব, নবরাত্রি, গোবিন্দ, গণপতি সবই বন্ধ হয়ে যাবে।

এর পরেই হঠাৎ বাংলার নাম টেনে আনেন লোধা। তিনি বলেন, 'বাংলার মানুষ নির্বাচনে ভুল করেছে। মুম্বইয়ের মানুষও যদি ভুল করে, তাহলে মুম্বইও বাংলার মতো হয়ে যাবে। মুম্বইয়ের জনগণ কি মহম্মদ আলি রোড তৈরি হোক, সেটা চান? সেটা না চাইলে মোদীজিকে শক্তিশালী করুন।'

আরও পড়ুন

দাউদকে নিয়ে কী বললেন?

নির্বাচনী মরসুমে এর আগেও দাউদের নাম একাধিকবার উঠে এসেছে। নাগপুরে এক নির্বাচনী জনসভায় মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেন, 'তাদের (বিজেপি) ক্ষমতার জেহাদ চলছে, আগামিকাল দাউদও তার দল থেকে ক্ষমতায় চলে আসবে। বিজেপির নবাব মালিক সম্পর্কে জনগণকে জানানো উচিত।'

মহারাষ্ট্রে নির্বাচন কবে হবে

উল্লেখ্য, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের জন্য আগামী ২০ নভেম্বর নির্বাচন হবে। ২৩ নভেম্বর রেজাল্ট ঘোষণা করা হবে। গত নির্বাচনে বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪টি এবং কংগ্রেস ৪৪4টি আসন পেয়েছিল। যদিও নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ধব ঠাকরে।

Advertisement

Advertisement