scorecardresearch
 

Muslim Students: ক্লাসের সব মুসলিম শিশুদের মার, শিক্ষিকার ভিডিও VIRAL

ক্লাসের একের পর এক মুসলিম ছাত্রকে ডেকে ডেকে চড় খাওয়ালেন শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মজাফফরনগরের। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই শিক্ষিকাকে ভিডিওতে দেখা যায়, সে বেছে বেছে ক্লাসের একের পর এক মুসলিম ছাত্রকে মার খাওয়ার জন্য ডাকছেন।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • ক্লাসের একের পর এক মুসলিম ছাত্রকে ডেকে ডেকে চড় খাওয়ালেন শিক্ষিকা।
  • চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মজাফফরনগরের।

ক্লাসের একের পর এক মুসলিম ছাত্রকে ডেকে ডেকে চড় খাওয়ালেন শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মজাফফরনগরের। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই শিক্ষিকাকে ভিডিওতে দেখা যায়, সে বেছে বেছে ক্লাসের একের পর এক মুসলিম ছাত্রকে মার খাওয়ার জন্য ডাকছেন।

ভাইরাল ভিডিওতে, ছাত্ররা পালাক্রমে তাদের সহপাঠীকে থাপ্পড় মারছে। কারণ শিক্ষক তাদের "আরো জোরে" মারতে উৎসাহ দিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, এক ছাত্রকে চড় মারার পর কোমরে মারার জন্য বলছে।

ছাত্রের বাবা ইন্ডিয়া টুডেকে বলেছেন যে, তিনি তাঁর ছেলেকে ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন। স্কুল তাঁর ছেলের ভর্তি ফি ফেরত দেবে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মনসুরপুরের পুলিশ সুপার বলেন, তাঁরা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন এবং ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

"পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি সম্পর্কে জানতে পারে। ভিডিওতে একজন মহিলা শিক্ষক অন্য ছাত্রদের তাদের সহপাঠীকে মারতে বলেন কারণ ছেলেটি গণিতের ছক মুখস্থ করেনি। ভিডিওতে কিছু আপত্তিকর মন্তব্যও শোনা যায়। পুলিশ তদন্ত করে। ভিডিওটি এবং স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি,” বলেছেন এসপি সত্যনারায়ণ প্রজাপত।

তিনি আরও যোগ করেছেন, "জানা গেছে যে মহিলা শিক্ষিকা বলেছিলেন যে, মুসলিম ছাত্রদের মায়েরা যারা তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেয় না, তাঁরা তাদের সর্বনাশ করে।" শীর্ষ পুলিশ বলেছেন, ঘটনাটি সম্পর্কে শিক্ষা বিভাগকে অবহিত করা হয়েছে এবং শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিক শুভম শুক্লা জানিয়েছেন, শিক্ষক ও স্কুলের ব্যবস্থাপনার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে।

 

Advertisement

TAGS:
Advertisement