scorecardresearch
 

অযোধ্যায় মন্দির চত্বরে মিলল নাগা সাধুর দেহ, খুন?

অযোধ্যায় হনুমানগড়িতে সন্ন্যাসী খুন। কয়েক সপ্তাহ আগেই সেখানে এক সন্ন্যাসী আত্মহত্যা করেন। আর তার পর কয়েকদিন যেতে না যেতেই এক নাগা সন্ন্যাসীকে শ্বাসরোধ করে হত্যা। মৃত সাধুর নাম দুর্বল দাস। রাম সাহারে দাসের শিষ্য তিনি। বয়স ৪৪ বছর।

Advertisement
অযোধ্যায় হনুমানগড়িতে সন্ন্যাসী খুন। অযোধ্যায় হনুমানগড়িতে সন্ন্যাসী খুন।
হাইলাইটস
  • অযোধ্যায় হনুমানগড়িতে সন্ন্যাসী খুন। কয়েক সপ্তাহ আগেই সেখানে এক সন্ন্যাসী আত্মহত্যা করেন।
  • আর তার পর কয়েকদিন যেতে না যেতেই এক নাগা সন্ন্যাসীকে শ্বাসরোধ করে হত্যা।
  • মৃত সাধুর নাম দুর্বল দাস। রাম সাহারে দাসের শিষ্য তিনি। বয়স ৪৪ বছর।

অযোধ্যায় হনুমানগড়িতে সন্ন্যাসী খুন। কয়েক সপ্তাহ আগেই সেখানে এক সন্ন্যাসী আত্মহত্যা করেন। আর তার পর কয়েকদিন যেতে না যেতেই এক নাগা সন্ন্যাসীকে শ্বাসরোধ করে হত্যা। মৃত সাধুর নাম দুর্বল দাস। রাম সাহারে দাসের শিষ্য তিনি। বয়স ৪৪ বছর।

নিহত সন্ন্যাসীর গলায় গভীর দাগ মিলেছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে বসবাসকারী দুই শিষ্যের উপর সন্দেহের তীর। 

রাম জন্মভূমি থানার কাটরা ফাঁড়ি এলাকার হনুমানগড়ী মন্দির কমপ্লেক্সের ঘটনা এটি। আপাতত ফরেনসিক টিম এসে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

অযোধ্যার এসএসপি আর কে নায়ার বলেন, একটি ঘর থেকে রাম সাহারে দাসের দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক টিম। তদন্তকারীরা জানিয়েথেন, রাম সাহারে দাসের সঙ্গে তাঁর দুই শিষ্য ওই ঘরে থাকতেন। সেই দু'জনকেই সন্দেহ করছে পুলিশ। একজন শিষ্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর শিষ্য এখনও পলাতক । বর্তমানে তাকে খুঁজতে পুলিশের টিম মোতায়েন করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, পলাতক ঋষভ শুক্লাকে ধরতে পুলিশের চারটি টিম গঠন করা হয়েছে। অযোধ্যার রাম জন্মভূমি থানায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এসএসপি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টায় প্রাপ্ত তথ্যানুযায়ী হনুমানগড়ির ঘর থেকে রাম সাহারে দাসের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ফরেনসিক টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি বলেন, সাধুর সঙ্গে ওই ঘরে দুই শিষ্য থাকতেন। মন্দির চত্বরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা বন্ধ ছিল। পলাতক দ্বিতীয় শিষ্য। তাকে ধরতে পুলিশের চারটি দল মোতায়েন করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। এক মাসের মধ্যে হনুমান গড়িতে এহেন দ্বিতীয় ঘটনা। কয়েকদিন আগেই এক নাগা সাধুর আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল।

Advertisement

Advertisement