এবার শরিক দলের নেতাদের উপর অনেকটাই নির্ভর করে সরকার গড়তে হচ্ছে নরেন্দ্র মোদীকে। তৃতীয় বার সরকার গঠনের আগে এনডিএ সাংসদদের সতর্ক করলেন মোদী। মন্ত্রীপদের টোপ দিয়ে কেউ 'ষড়যন্ত্র' করতে পারেন, এনডিএ সাংসদরা যাতে এই 'ষড়যন্ত্রের শিকার' না হন, সে কারণে সতর্ক করলেন নমো। বললেন, 'ষড়যন্ত্রের শিকার হবেন না।'
ঠিক কী বলেছেন মোদী?
শুক্রবার এনডিএ-র সংসদীয় বৈঠকের পর জোটের নেতা নির্বাচিত হন মোদী। তারপরে বক্তৃতায় মোদী বলেন, 'গত ক'দিনে যা সব ঘটেছে, তার একটাও সত্যি নয়। কেউ এটা বলছে, কেউ ওটা বলছে...১০ বছরে এসব করার সুযোগ পায়নি আসলে।' এরপরেই মোদী বলেন, 'এসব লোকেরা আপনাদের কাছে প্রস্তাব দিতে পারেন মন্ত্রীপদ দেওয়ার, মনে হতে পারে, মন্ত্রী হওয়ার এটাই রাস্তা, তাই ভুল করে ওদের হাত ধরে নিই। ভাবতেও পারবেন না, কী ভুল করে ফেলবেন...অনেক সময় এটাও হতে পারে, প্রযুক্তির জন্য যে, আমার সই করা তালিকা বেরিয়ে গেল, এখন যে কেউ সরকার গড়তে উঠেপড়ে লেগেছে। মন্ত্রীপদের প্রস্তাব দিচ্ছে, পদের প্রস্তাব দিচ্ছে। আপনাদের সকলকে বলছি, এসব চেষ্টা সফল হবে না। এদের ফোন এলে যাচাই করে নিন...এসব করার অনেকে রয়েছেন...সব সাংসদদের অনুরোধ, এসব ষড়যন্ত্রের শিকার হবেন না।'
এই প্রসঙ্গে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'কে কটাক্ষ করে মোদী বলেছেন, 'আমাদের ইন্ডি জোট এসব করতে এক্সপার্ট। ভুয়ো খবরে দক্ষ। ওরা পিএইচডি করেছে। ওরা এসব করতে পারে। তাই সব সাংসদকে বলছি, এসব প্ররোচনায় পা দেবেন না।'
প্রসঙ্গত, এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই শরিকদলদের উপর ভরসা করেই সরকার গড়তে হবে মোদীকে। ইতিমধ্যেই সরকার গঠনে বিরোধী শিবিরে গত ক'দিনে তৎপরতা শুরু হয়েছে। নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির উপর অনেকটাই নির্ভরশীল মোদী-শাহরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সরকার গঠনের আগে জোটের সাংসদরা যাতে বিরোধী শিবিরের টোপে পা না দেন, সে কারণেই আগাম সতর্ক করলেন মোদী।