আন্দোলনকারী ও আন্দোলনজীবীদের পার্থক্য বুঝতে হবে, দেশকে আন্দোলনজীবীদের থেকে বাঁচাতে হবে।
আন্দোলনজীবীরা কৃষকদের পবিত্র আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে। অভিযোগ নরেন্দ্র মোদীর।
নতুন কৃষি আইন চালুর পর কোনও মান্ডি বন্ধ হয়নি কেবল MSP বন্ধ হয়েছে: মোদী
আমরা চাওয়ার আগেই জনতার জন্য কাজ করি। এটাই লোকতন্ত্র। বললেন প্রধানমন্ত্রী।
বিকেকানন্দের পর লোকসভার ভাষণে রামমোহন, ঈশ্বরচন্দ্রের নাম নিলেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নের কথা ভাবে না কংগ্রেস। কেবল হইহট্টগোল করেই সময় কাটাতে চায় এই দল। তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর।
পণপ্রথা বন্ধ থেকে তিন তালাক, সব আইন সমাজের প্রয়োজনে তৈরি হয়েছে। কৃষি আন্দোলনও সেই রকমই।
সভায় হইহট্টগোল করে বিরোধীরা ষড়যন্ত্র করছে, অভিযোগ মোদীর। অধীর চৌধুরীতে চুপ করতে বললেন।
নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন লোকসভায় হইহট্টগোল, বক্তব্য রাখতে গিয়ে চুপ করে গেলেন মোদী। পরে আবার বক্তব্য রাখতে শুরু করেন।
লোকসভায় জবাবি ভাষণ চলা কালীন অধীর চোধুরীকে কটাক্ষ মোদীর। বাংলার অনুন্নয়ন নিয়ে খোঁচা।
লোকসভায় কৃষি আইনের পক্ষে সওয়াল কৃষি আইন সংস্কার দরকার ছিল। বললেন মোদী।
দেশ যত আত্মনির্ভার হবে ততই বিশ্বমঞ্চে শক্তি বাড়বে। করোনা কালে ১৩০ কোটির দেশ শৃ্ঙ্খলা দেখিয়েছে। বললেন মোদী।
নতুন সঙ্কল্প নিয়ে দেশ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। দেশে ভগবানের রূপে এসেছেন চিকিৎসক ও নার্সরা। বললেন মোদী।
ফার্মেসিতে আমরা আত্মনির্ভর। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে। এটা কোনও রাজনৈতিক নেতার কথা নয়। ভোকাল ফর লোকাল হতে হবে। বললেন মোদী।
যেভাবে মহিলা সাংসদরা কাজ করছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাঁদের। বললেন প্রধানমন্ত্রী।