এবার থেকে প্রতিবছর ১৪ অগাস্ট পালন করা হবে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day 2021) উপলক্ষে লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশভগের সময় যাঁদের মৃত্যু হয়েছিল, যাঁদের সঠিকভাবে সৎকারও হয়নি তাঁদের স্মৃতিতেই এই দিবস পালনের ভাবনা বলে জানান প্রধানমন্ত্রী। দেশভাগের যন্ত্রণা আজও বুকে বিঁধে রয়েছে বলেও মন্তব্য করেন মোদী।
এবার 'সবকা প্রয়াস'
এদিনের ভাষণে দেশকে ফের একবার আত্মনির্ভর (Atmanirbhar Bharat) করে তোলার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন সবকা সাথ, 'সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সঙ্গে এবার চাই সবকা প্রয়াস। কারণ সকলের সম্মিলীত প্রচেষ্টার মাধ্যমেই দেশ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে।' আর এর জন্য দীর্ঘ সময় নয়, কয়েক বছরের মধ্যেই সমস্ত সংকল্প পূরণ করতে হবে বলে মনে করেন নরেন্দ্র মোদী।
সবচেয়ে বড় টিকাকরণ অভিযান
এদিনের ভাষণে দেশের টিকাকরণ (Vaccination) অভিযানের প্রসঙ্গও উত্থাপন প্রধানমন্ত্রী। যদি ভারতের নিজস্ব ভ্যাকসিন না থাকত, তাহলে পরিস্থিতি কী হত তা নিয়েও আশঙ্কা প্রকাশ করতে দেখা যায় মোদীকে। তিনি বলেন, 'পোলিও টিকা আসতে অনেক সময় লেগে গিয়েছিল। তবে আজ আমরা গর্বিত, কারণ পৃথিবীর সবচেয়ে বড় টিকাকরণ অভিযান ভারতে চলছে। ৫৪ কোটির বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন।' একইসঙ্গে ভারতে যেভাবে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটিও খুব বড় বিষয় বলে এই উল্লেখ করেন মোদী।
স্বাধীনতা দিবসের ভাষণে ফের একবার হর ঘর জল মিশনের (Har Ghar Jal) উল্লেখ করেন মোদী। তিনি বলেন, 'দ্রুততার সঙ্গে হর ঘর জল মিশনের কাজ চলছে। মাত্র ২ বছরেই সাড়ে ৪ কোটির বেশি পরিবারে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়া শুরু হয়ে গিয়েছে।' অন্যদিকে লাদাখ বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।