scorecardresearch
 

Narendra Modi: NDA-র শরিকদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত, এটাই বড় পুঁজি, বললেন মোদী

তৃতীয় বারের জন্য দেশের সরকারে আসছে মোদী বাহিনী। শুক্রবার সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত করা হল নরেন্দ্র মোদীকে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে রবিবার সন্ধ্যা ৬টায় শপথগ্রহণ করবেন মোদী। তার আগে জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে 'অটুট সম্পর্কের' কথা তুলে ধরলেন নমো। বললেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। শরিক দলগুলোর সঙ্গে বিশ্বাসের সেতু মজবুত, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।'

Advertisement
নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • তৃতীয় বারের জন্য দেশের সরকারে আসছে মোদী বাহিনী।
  • । শুক্রবার সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত করা হল নরেন্দ্র মোদীকে।
  • প্রধানমন্ত্রী হিসাবে রবিবার সন্ধ্যা ৬টায় শপথগ্রহণ করবেন মোদী।

তৃতীয় বারের জন্য দেশের সরকারে আসছে মোদী বাহিনী। শুক্রবার সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত করা হল নরেন্দ্র মোদীকে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে রবিবার সন্ধ্যা ৬টায় শপথগ্রহণ করবেন মোদী। তার আগে জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে 'অটুট সম্পর্কের' কথা তুলে ধরলেন নমো। বললেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। শরিক দলগুলোর সঙ্গে বিশ্বাসের সেতু মজবুত, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।'

এদিন এনডিএ-র শরিক দলের নেতা নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর পাশে বসতে দেখা যায় মোদীকে। একে একে শরিকি দলের নেতারা মোদীর প্রশংসা করেন। শেষে মঞ্চে উঠে শরিক দলের নেতাদের ধন্যবাদ জানান মোদী। বলেন, 'আমার অনেক সৌভাগ্য যে, এনডিএর নেতা নির্বাচিত করে আপনারা আমায় নতুন দায়িত্ব দিলেন। আপনাদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত হল, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।' এনডিএ প্রসঙ্গে মোদী আরও বলেছেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। ভোটের আগে জোট এত বড় সফল কখনও হয়নি, যতটা এনডিএ-তে হয়েছে।আমাদের এই জোট দেশের আত্মার প্রতীক সবার মত নেওয়া প্রয়োজন। আমাদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাব। সর্বসম্মতিক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এনডিএ সরকার।'

সুশাসন, উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন মোদী। তাঁর কথায়, 'আমাদের সকলের কাজের মূল ধারা হল গরিবের কল্যাণ। আগামী ১০ বছরে সুশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। সুশাসনের মূলমন্ত্র হল এনডিএ সরকার।'

আরও পড়ুন

দক্ষিণ ভারতে লোকসভা নির্বাচনে এনডিএ-র ভাল ফলের কথা এদিন নিজের বক্তব্যে তুলে ধরেন মোদী। তিনি বলেন, 'সব জয়ী প্রার্থীদের অভিনন্দন। লক্ষ লক্ষ কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন। তাঁদের সকলকে আমার প্রণাম।' ওড়িশায় বিজেপি সরকার আগামী দিনে আরও উন্নয়ন করবে বলে জানিয়েছেন মোদী। 

Advertisement

Advertisement