scorecardresearch
 

Ram Mandir: রামলালার নয়া নামকরণ অযোধ্যায়, কী নামে ডাকা হবে, জানুন

ওই পুরোহিত বলেছেন, 'প্রথম যখন ওই মূর্তি দেখি, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। কী যে অনুভূতি হয়েছিল, তা প্রকাশ করতে পারব না।' গত ১৮ জানুয়ারি প্রথম রামলালার ওই মূর্তি দেখেন অরুণ। মূর্তিটি তৈরি করেছেন কর্নাটকের ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ। 

Advertisement
হাইলাইটস
  • অযোধ্যায় রামমন্দিরে সোমবার রামলালার যে মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে, তার নামকরণ করা হল।
  • সোমবার দুপুরে রামলার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • প্রাণপ্রতিষ্ঠার পর ১১ দিনের উপবাস ভাঙেন মোদী।

অযোধ্যায় রামমন্দিরে সোমবার রামলালার যে মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে, তার নামকরণ করা হল। রামলালার ওই মূর্তিকে ডাকা হবে 'বালক রাম' নামে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এক পুরোহিত সংবাদ সংস্থা পিটিআইকে মঙ্গলবার এ কথা জানিয়েছেন। রামমন্দিরে রামলালার যে মূর্তি রাখা হয়েছে, তাকে রামের ৫ বছর বয়সের প্রতিমূর্তি হিসাবে তুলে ধরা হয়েছে। আর সে কারণেই এই নামকরণ বলে জানিয়েছেন অরুণ দীক্ষিত নামে এক পুরোহিত। 

ওই পুরোহিত বলেছেন, 'প্রথম যখন ওই মূর্তি দেখি, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। কী যে অনুভূতি হয়েছিল, তা প্রকাশ করতে পারব না।' গত ১৮ জানুয়ারি প্রথম রামলালার ওই মূর্তি দেখেন অরুণ। মূর্তিটি তৈরি করেছেন কর্নাটকের ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ। 

সোমবার দুপুরে রামলার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণপ্রতিষ্ঠার পর ১১ দিনের উপবাস ভাঙেন মোদী। তার পর বক্তৃতা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী। রামের মাহাত্ম্য তুলে ধরেছিলেন তিনি। রামলালার প্রাণপ্রতিষ্ঠায় অযোধ্যায় গিয়েছিলেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, মাধুরী দীক্ষিত, আলিয়া ভট্ট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সচিন তেণ্ডুলকর, মুকেশ অম্বানীর মতো খ্যাতনামীরা। 

আরও পড়ুন

অন্য দিকে, রামমন্দির উদ্বোধনের পরের দিনই রামলালার দর্শন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল অযোধ্যায়। প্রবল ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে।  প্রবল ভিড়, ধাক্কাধাক্কির কারণে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ATS কমান্ডো বাহিনী এবং RAF-এর সদস্যদের মন্দিরের ভিতরে পোস্ট করা হয়েছে। সেখানে তাঁরা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি চেকিং চালাচ্ছেন। গোটা পরিস্থিতি নিরাপদ রাখার চেষ্টা করছেন তাঁরা।অযোধ্যায় ভিড় নিয়ন্ত্রণের জন্য আশেপাশের কয়েকটি জেলার পুলিশও সক্রিয় হয়ে উঠেছে। অযোধ্যা থেকে ৬০ লোমিটার দূরে বারাবাঁকিতে মোতায়েন পুলিশকর্মীরা দর্শনার্থীদের আপাতত অযোধ্যা ধামে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। সব ধরনের যানবাহনের রুটও পরিবর্তন করা হয়েছে।

Advertisement

আধ্যাত্ম রামায়ণ, শ্রীমদ বাল্মীকি রামায়ণ, শ্রী রামচরিতমানস এবং আলাভান্ডার স্তোত্রের গবেষণা এবং ধ্যয়নের পরে  শ্রীরামের শাস্ত্র-ভিত্তিক সৌন্দর্য অনুসারে রামলালার গয়না তৈরি করা হয়েছে। ভগবান রামের গয়না তৈরিতে ১৫ কেজি সোনা এবং প্রায় ১৮ হাজার হিরে ও পান্না ব্যবহার করা হয়েছে। তিলক, মুকুট, ৪টি নেকলেস, কোমরবন্ধ, দুই জোড়া পায়েল, বিজয় মালা, দুটি আংটিসহ মোট ১৪টি গয়না প্রস্তুত করা হয়েছে। মাত্র ১২ দিনে তৈরি হয়েছে এই গয়না।

Advertisement