News Wrap 24th July 2022 : দিনভর ঘটে চলেছে নানা ঘটনা। দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল। আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেইসব সেরা খবরগুলি। চলুন জেনে নেওয়া যাক আজকের সেরা খবরগুলি কী কী।
১. পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে ভুবনেশ্বর এইমসে। রবিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
২. আদালতের নির্দেশের পর রবিরার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন ইডি-র (Enforcement Directorate) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তিনটি গাড়ির কনভয়ের একটিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছিলেন অর্পিতা। ছিলেন মহিলা নিরাপত্তারক্ষীরাও।
৩. অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছে ইডি। তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও বলেন, ওই ভদ্র মহিলা তৃণমূলের কেউ নন। যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে এবং যাদের নাম জড়িয়েছে, তারা বিষয়টা বলতে পারবে। তিনি বলেন, আমি চাই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত যদি কোনও মান্যতা দেয়, তাহলে দল ব্যবস্থা নেবে বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
৪. স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে চলেছে দেশ। 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচিকে বাড়িতে বাড়িতে তেরঙা উত্তোলনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার।
৫. রামনাথ কোবিন্দ আরও বলেন, "নিজের শিকড়ের সঙ্গে জুড়ে থাকা ভারতীয় সংস্কৃতির একটি বিশেষত্ব। তাই যুব সম্প্রদায়ের কাছে নিজের গ্রাম, শহর, বিদ্যালয় ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।"
৬. অলিম্পিক জয়ী 'গোল্ডেন বয়' জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জয় করলেন।
৭. বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৭ সালে পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল পান্ডিয়া। ভারত এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক সময়ই পঙ্খুরিকে গ্যালারিতেও দেখা গিয়েছ। প্রসঙ্গত নিজের ছোট ভাই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্যর সঙ্গেও মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন ক্রুনাল।
৮. মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলিউডের অন্যতম সেরা অভিনেতা। মিঠুন চক্রবর্তীর ব্যক্তিত্ব, তাঁর অভিনয় আজও ফ্যানদের মনে উজ্জ্বল ভাবে রয়েছে। মিঠুন চক্রবর্তী তার কেরিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। অ্যাকশন থেকে কমেডি, তিনি তার প্রতিটি স্টাইল দিয়ে ভক্তদের মন জয় করেছেন।
৯. বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর বঙ্গভূষণ পুরস্কারে সম্মানীত করা হবে অভিনেতা সাংসদ দেব-কে। আগামী কাল নজরুল মঞ্চে রাজ্য সরকারের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে অভিনেতার হাতে। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে অভিনেতাকে।
১০. ডিজিটাল দুনিয়ায় নকল পরিচয় পত্র বানিয়ে নিজেদের পকেট ভরছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত দেখে কেন্দ্র এবং রাজ্যস্তরে জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষত্রে প্রায় একডজন জাল ওয়েবসাইটকে নোটিশ পাঠিয়েছে UIDAI।
আরও বলুন - শ্রাবণ শিবরাত্রিতে তৈরি হচ্ছে এই দুর্লভ যোগ, জানুন পুজোর বিধি ও সময়