Toll Hike: ভোট মিটতেই দেশজুড়ে টোল ট্যাক্স বাড়াল NHAI। লোকসভা নির্বাচন শেষে একদিকে গোটা দেশ ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছে। আর তারই মাঝে টোল ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার(NHAI)।
আজ থেকে সব টোল প্লাজায় ৫ শতাংশ বেশি টোল ট্যাক্স দিতে হবে চালকদের। জানা গিয়েছে, এর আগেই বার্ষিক সংশোধনের আওতায় ১ এপ্রিল থেকেই বর্ধিত ফি চালু হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সেটা স্থগিত করা হয়েছিল।
ন্যাশনাল হাইওয়েতে ৮৫৫টি ইউজার ফি ভিত্তিক প্লাজা
NHAI-এর একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন এই নয়া রেট ৩ জুন ২০২৪ থেকে প্রযোজ্য। তিনি আরও জানান, প্রতি বছরই টোল ফি সংশোধন করা হয়। এটি দেশের পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হারের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা হয়। তিনি বলেন, ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কে প্রায় ৮৫৫টি ইউজার ফি বেসড প্লাজা রয়েছে। সেগুলিতে ন্যাশনাল হাইওয়ে ফি বিধি ২০০৮ অনুযায়ী ফি নেওয়া হয়।
টোলের হার ৩-৫% বেড়েছে
নিউজ এজেন্সি রয়টার্সের মতে,ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)-র এক আধিকারিক জানিয়েছেন, টোলের রেট ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। সোমবার, ৩ জুন, ২০২৪ থেকে এটি কার্যকর হয়েছে। তিনি বলেন, ভোটের সময় ইউজার ফি (টোল) সংশোধন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এখন নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ায় এই নতুন রেট ৩ জুন থেকে কার্যকর হবে।
বছর বছর ফি বৃদ্ধিতে অখুশি গাড়িচালকরা
কিছু আন্তঃরাজ্য এক্সপ্রেসওয়ে, জাতীয় এবং রাজ্য মহাসড়ক দিয়ে যেতে গেলে এই ফি দিতে হয়। এগুলি ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)-র অধীনে আসে। তবে, দুই চাকার ক্ষেত্রে কোনও টোল ফি দিতে হয় না। বিরোধী দল এবং অনেক গাড়িচালকরাই বছর বছর টোল বাড়ানোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি, এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পণ্য পরিবহনের খরচ বাড়ে। তাছাড়া যাত্রীদের উপরেও খরচের বোঝা বৃদ্ধি পায়।