scorecardresearch
 

বড় ঘোষণা কেন্দ্রের, কোভিড প্রভাবিত সেক্টরের জন্য ১.১ লক্ষ কোটি

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সংকটে রয়েছে বেশকিছু সেক্টর। সেই সমস্ত সেক্টরের তরফে সরকারের কাছে বারংবার সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তার প্রক্ষিতে সরকার তরফেও ইঙ্গিত দেওয়া হয় যে, যে সমস্ত সেক্টর অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। 

Advertisement
নির্মলা সীতারামন নির্মলা সীতারামন
হাইলাইটস
  • কোভিড মোকাবিলায় বড় পদক্ষেপ
  • ৮টি ত্রাণ প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
  • কোভিড প্রভাবিত সেক্টরে বিশেষ গুরুত্ব

কোভিড মোকাবিলায় বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার কোভিড মোকাবিলার জন্য ৮টি ত্রাণ ব্যবস্থার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। সোমবার কোভিড প্রভাবিত সেক্টরের জন্য ১.১ লক্ষ কোটি টাকা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া হেলথ সেক্টরের জন্যও ৫০ হাজার কোটি টাকা ঘোষণা করেন তিনি। 

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সংকটে রয়েছে বেশকিছু সেক্টর। সেই সমস্ত সেক্টরের তরফে সরকারের কাছে বারংবার সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তার প্রক্ষিতে সরকার তরফেও ইঙ্গিত দেওয়া হয় যে, যে সমস্ত সেক্টর অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছোট ব্যবসাগুলিকে সহায়তার জন্য ইমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের তহবিল বৃদ্ধির ঘোষণা করেছেন। বর্তমানে এই স্কিম ৩ লক্ষ কোটি টাকার, যা বাড়িয়ে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এমএসএমই এবং হসপিটালিটি সেক্টরে এখনও পর্যন্ত ২.৬৯ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশানের মাধ্যমে দেওয়া ঋণের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিমের ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৫ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। 

সীতারামন এদিন ৮টি আর্থিক ত্রাণ প্যাকেজের (Relief Package) কথা বলেন, যার মধ্যে ৪টি একেবারেই নতুন। সরকার এই সমস্ত প্যাকেজর মাধ্যমে এমন সেক্টরগুলিকে সাহায্য করতে পারে যেগুলি সাম্প্রতিক লকডাউনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। 

 

Advertisement