scorecardresearch
 

পেট্রোল-ডিজেলে নাভিঃশ্বাস! ৬০-৭০ টাকা/লিটারে তেলের ফর্মুলা দিলেন গড়করি

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, খুব তাড়াতাড়িই পেট্রোল পাম্প থেকে ইথানল (Ethanol) সরবরাহের সুবিধা দেওয়া হবে এবং যা পেট্রোল-ডিজেলের চেয়ে কম দামে পাওয়া যাবে। তিনি বলেন, পেট্রোলের দাম বাড়ছে। যার জেরে মানুষ আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে আগামিদিনে পেট্রোল পাম্পে ইথানল সরবরহের চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষের কাছে বিকল্প থাকে। 

Advertisement
নীতিন গডকড়ি নীতিন গডকড়ি
হাইলাইটস
  • তেলের দাম আকাশছোঁয়া
  • পকেটে টান আমজনতার
  • ইথানল সরবরাহের ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

করোনা সঙ্কটের মাঝেই পেট্রোল-ডিজেলের বর্ধিত দামে নাজেহাল দেশবাসী। দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে চলছে প্রতিবাদ-বিক্ষোভও। এমতবস্থায় পেট্রোল পাম্প থেকে ইথানল সরবরাহের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। 

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, খুব তাড়াতাড়িই পেট্রোল পাম্প থেকে ইথানল (Ethanol) সরবরাহের সুবিধা দেওয়া হবে এবং যা পেট্রোল-ডিজেলের চেয়ে কম দামে পাওয়া যাবে। তিনি বলেন, পেট্রোলের দাম বাড়ছে। যার জেরে মানুষ আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে আগামিদিনে পেট্রোল পাম্পে ইথানল সরবরহের চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষের কাছে বিকল্প থাকে। 

নীতিন গডকড়ি আরও বলেন, পেট্রোলের দাম ১০০ পেরিয়ে গেলেও ইথানল গ্রাহকরা লিটার প্রতি ৬০-৬৫ টাকা দরে পাবেন। এছাড়া গ্রিন ফুয়েলে পরিবেষ দূষণও কম হবে বলে মনে করেন তিনি। 

প্রসঙ্গত রবিবার দেশে জ্বালানির দাম অপরবর্তিত থাকলেও সপ্তাহের প্রথম কাজের দিনে আরও একবার বাড়ল পেট্রোলের দাম। তবে এদিন কমল ডিজেলের দাম। শহর কলকাতায় এদিন পেট্রোলের দাম ৩৪ পয়সা বাড়লেও ১৬ পয়সা কমেছে ডিজেলের মূল্য। একনজরে দেখে নেওয়া যাক সোমবার দেশের কোথায় কেমন জ্বালানির দাম। 

শহর         পেট্রোল    ডিজেল
দিল্লি           ১০১.১৯     ৮৯..৭২
মুম্বই           ১০৭.২০    ৯৭.২৯
চেন্নাই         ১০১.৯২    ৯৪.২৪
কলকাতা     ১০১.৩৫   ৯২.৮১
বেঙ্গালুরু     ১০৪.৫৮   ৯৫.০৯
ভোপাল       ১০৯.৫৩   ৯৮.৫০
চণ্ডীগড়       ৯৭.৩৭     ৮৯.৩৫
রাঁচি            ৯৬.১৮      ৯৪.৬৮
লখনউ        ৯৮.২৯      ৯০.১১
পটনা          ১০৩.৫২    ৯৫.৩০

এদিকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কোথাও সাইকেল চালিয়ে, কোথাও গরুর গাড়ি নিয়ে, কোথাও পথনাটিকার মধ্যে দিয়ে তো কোথাও আবার নরেন্দ্র মোদী-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা।

Advertisement

 

Advertisement