scorecardresearch
 

Nitish Kumar on INDIA: 'নামটাই শুরু থেকে পছন্দ হয়নি,' বলছেন সদ্য NDA-তে ফেরা নীতীশ

শুরু থেকেই জোটের নাম INDIA রাখাটা তাঁর পছন্দ হয়নি। শনিবার এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর আরও দাবি, 'জোট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে... এখন আমি বিহারের জনগণের জন্য কাজ করছি এবং করতে থাকব।'

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • শুরু থেকেই জোটের নাম INDIA রাখাটাই তাঁর পছন্দ হয়নি। শনিবার এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
  • তাঁর আরও দাবি, 'জোট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে... এখন আমি বিহারের জনগণের জন্য কাজ করছি এবং করতে থাকব।'
  • পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমি জোটের জন্য এই নামের পক্ষেও ছিলাম না। কারণ আমার মনে অন্য কিছু ছিল।'

শুরু থেকেই জোটের নাম INDIA রাখাটা তাঁর পছন্দ হয়নি। শনিবার এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর আরও দাবি, 'জোট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে... এখন আমি বিহারের জনগণের জন্য কাজ করছি এবং করতে থাকব।'

পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমি জোটের জন্য এই নামের পক্ষেও ছিলাম না। কারণ আমার মনে অন্য কিছু ছিল।'

ইন্ডিয়া জোট গঠনের শুরু থেকেই অবশ্য এই খবর মিলেছিল। জানা গিয়েছিল, INDIA নামটি মোটেও পছন্দ হয়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠক হয়। তারপর NDA-বিরোধী জোট হিসাবে INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)-র ঘোষণা করা হয়। জানা যায়, এই ইন্ডিয়া নামটি নিয়েই আপত্তি জানিয়েছিলেন নীতীশ কুমার।
সূত্রের দাবি, বিরোধী জোটের নাম নিয়ে কংগ্রেস কোনও আলোচনাই করেনি। ফলে হঠাত্ নাম ঘোষণা হতেই হতবাক হয়ে যান নীতীশ কুমার। জানা গিয়েছে, বৈঠকেই নীতীশ কুমার প্রশ্ন তুলেছিলেন, 'একটি জোটের নাম 'ইন্ডিয়া' কীভাবে হতে পারে?'

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং আরএলডি প্রধান জয়ন্ত সিং ভারত জোট থেকে সরে যাওয়ার পর তার প্রতিক্রিয়ায় এমনটা বলেন নীতীশ কুমার।

আরও পড়ুন

শুক্রবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেন, 'নীতীশের জন্য দরজা খোলা আছে।' সেই মন্তব্যের পাল্টা নীতীশ কুমার বলেন, 'কে কী বলছে তাই নিয়ে ভাববেন না... পরিস্থিতি ঠিকঠাক চলছিল না, তাই আমি ওঁদের (RJD) ছেড়ে দিয়েছি।'

বৃহস্পতিবার বিহারের দুই হেভিওয়েট নেতাকে বিধানসভা চত্বরে পরস্পরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।  বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে আরজেডি প্রার্থী হিসেবে মনোজ ঝা এবং সঞ্জয় যাদব মনোনয়নপত্র জমা দেন। তাঁদের সঙ্গে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদবও।

Advertisement

Advertisement