scorecardresearch
 

No Confidence Motion: 'নীরব মোদীকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীতে,' মণিপুর ও 'হস্তিনাপুরের' তুলনা টেনে নিশানা অধীরের

সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, 'মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই।'

Advertisement
 অধীর চৌধুরী অধীর চৌধুরী
হাইলাইটস
  • নরেন্দ্র মোদীকে নাম না করে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী
  • তিনি বলেন, 'মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই।'

সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, 'মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই।' বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, 'যেখানে রাজা অন্ধ, তখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আজও রাজা অন্ধ হয়ে বসে আছেন। মণিপুর আর হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই।'

অধীরের এই বক্তব্যে আপত্তি তোলেন অমিত শাহ। তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে সংসদে কথা বলতে পারেন না। জবাবে অধীর বলেন, 'আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রী মোদী সব কিছুতেই কিছু না কিছু বলেন। কিন্তু মণিপুর নিয়ে তিনি নীরব। আমরা এটা মোটেও পছন্দ করছি না। মণিপুরের দুই সংসদ সদস্য রয়েছেন। তাঁদের কথা বলার সুযোগ দেওয়া যাবে না। আমরা অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি যে বিবৃতি দিয়েছেন তা একটি মারাত্মক বিবৃতি। আপনি বলেছেন যে আপনি বাফার জোনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন। নিয়ন্ত্রণরেখায় বাফার জোন গঠিত হয়। এর মানে কী বলতে চাইছেন?'

আজ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লোকসভায় প্রবেশের সঙ্গে সঙ্গে অধীর বলেন যে অনাস্থা প্রস্তাবের শক্তি এতটাই যে প্রধানমন্ত্রীকে সংসদে নিয়ে এসেছে। কংগ্রেস সাংসদ বলেন, 'অনাস্থা প্রস্তাবের শক্তি আজ প্রধানমন্ত্রীকে সংসদে এনেছে। আমরা কেউই এই অনাস্থা প্রস্তাবের কথা ভাবিনি। আমরা শুধু দাবি করছিলাম যে প্রধানমন্ত্রী মোদীর সংসদে এসে কথা বলা উচিত মণিপুর ইস্যুতে। আমরা বিজেপির কোনও সদস্যকে সংসদে আসার দাবি জানাইনি, আমরা শুধু আমাদের প্রধানমন্ত্রীকে আসার দাবি জানিয়েছিলাম।'

আরও পড়ুন

অধীর রঞ্জন আরও বলেন, 'নীরব মোদী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর ছবি বারবার আসছে, আমরা ভেবেছিলাম নীরব মোদী বিদেশে চলে গেছেন। আর তার পরেই নীরব মোদীকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীতে।'

Advertisement

Advertisement